শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদরাসা ও কওমী মাদরাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছেন শেখ হাসিনা, বললেন মতিয়া চৌধুরী

তপু সরকার, শেরপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদরাসা ও কওমী মাদরাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, আপনাদের নিয়ে সবাই খেলেছে কিন্তু কোন কাজ করে নাই। কাজেই কারিকুলামের নিয়ম মেনেই পড়া লেখা করাতে হবে। ফ্রি স্টাইলে পড়ালে চলবে না। তিনি সোমবার শেরপুরের নালিতাবড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণকালে পাঁচগাঁও দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এখন বাড়ী থেকে ডেকে এনে কেউ চাকরী দিবে না সে দিন বাংলাদেশ থেকে চলে গেছে। এখন প্রতিযোগিতার মধ্যে টিকে থেকেই চাকরী নিতে হবে। কাজেই ফলাফল যদি ভাল না করেন তার জন্য প্রথম দায়ী থাকবেন গার্ডিয়ান তারপর দ্বিতীয় দায়ী থাকবেন শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, সদস্য গোলাম কিবরিয়া বুলু, কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাজী আজাদ মিয়া, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়