শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অস্ট্রেলিয়ার দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন টেনিস তারকা শারাপোভা ও জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাইলের পর মাইল দাবানলের আগুনে জ্বলছে। অনেক বন্য প্রাণী থেকে শুরু করে পুড়ছে মানুষ। এবার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার দুই টেনিস তারকা মারিয়া শারাপোভা ও নোভাক জোকোভিচ। আর্থিকভাবে সহায়তা করছেন তারা।

এক মাসের বেশি সময় ধরে চলা দাবানলে এরই মধ্যে ২৩ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পুড়ে সাফ হয়ে গেছে ৬০ লাখ হেক্টরের বেশি বনভূমি। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করেছে অস্ট্রেলিয়া সরকার।

দুর্গতদের সহায়তায় ২৫ হাজার ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ টেনিস তারকা শারাপোভা। গত পনেরো বছর ধরে নিয়মিতভাবে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করে আসা পাঁচটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা টুইটারে লিখেছেন, ‘গত পনেরো বছর ধরে জানুয়ারি মাস অস্ট্রেলিয়া আমার জন্য নিজ দেশের মতো হয়ে গেছে।’

দাবানলের আগুনে আক্রান্তদের সহায়তায় ২৫ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছেন জোকোভিচও। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন। তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন শারাপোভা ও জোকোভিচ।

এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও ক্ষতিগ্রস্থদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়