শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ঘণ্টার বৈঠক শেষে অনাস্থা বিএনপির, নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আশ্বাস ইসির

শিমুল মাহমুদ : আসন্ন দুই সিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইসি আশ্বাস দিয়েছেন, আগামী ৩০ তারিখ নির্বাচন পর্যন্ত দৃশ্যমান অপরাধ বা মার্ডার না হলে গ্রেপ্তার বন্ধ থাকবে। এছাড়া পুলিশের অভিযান, ভয়ভীতি সৃষ্টি, এজেন্টদের ভয়-ভীতি প্রদর্শন বড় সমস্যা, তাদের বিরত রাখতে আশ্বাস দিয়েছে কমিশন। তারা বলেছেন, এগুলো হবে না।

আমির খসরু বলেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। আর এ নির্বাচনে যদি গলদ তাকে তাহলে কারো আস্থা থাকার কথা না। ২০১৪ সালে ভোটার ও প্রার্থীবিহীন একটা নির্বাচন করে ক্ষমতা দখল করা হয়েছে। ১৮ সালে মধ্যরাত্রিতে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় আসা হয়েছে। আর এখন যে নির্বাচন হতে যাচ্ছে এতে নতুন একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইভিএমের মাধ্যমে ক্ষমতা দখল করা একটা প্রকল্প।
তিনি আরো বলেন, ইভিএমের মাধ্যমে ভোট চুরির যে প্রক্রিয়া এটা একবারে নীরব, নির্দেশিত নিশব্দের প্রকল্প ছাড়া কিছু না। এ প্রক্রিয়া যে যাচাই করার কোনো সুযোগ নেই। ব্যালট বাক্স ভর্তি করতে কষ্ট আছে এতে কোনো কষ্ট নাই। নির্বাচনের দিন মানুষ ভোট দিবে, সবকিছু ঠিক থাকবে কিন্তু ফলাফল তারা যা চাইবে তাই হবে।

ইভিএমেরটেকনিক্যাল হিসেবে সেনাবাহিনীর পাহারায় আপত্তি কিসের? সাংবাদিকদের এমন প্রশ্নে আমির খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকের যে শতশত কোটি টাকা নিয়ে গেছে সেখানে কি পাহারাদার ছিলো না। সেখানে কি সিকোরিটি নাই। এখানে আপনি যে টেকনোলজি আপনি ব্যবহার করবেন এখানে আপনার সিন্ধান কাজ করবে। এ সময় ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়