শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ঘণ্টার বৈঠক শেষে অনাস্থা বিএনপির, নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আশ্বাস ইসির

শিমুল মাহমুদ : আসন্ন দুই সিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইসি আশ্বাস দিয়েছেন, আগামী ৩০ তারিখ নির্বাচন পর্যন্ত দৃশ্যমান অপরাধ বা মার্ডার না হলে গ্রেপ্তার বন্ধ থাকবে। এছাড়া পুলিশের অভিযান, ভয়ভীতি সৃষ্টি, এজেন্টদের ভয়-ভীতি প্রদর্শন বড় সমস্যা, তাদের বিরত রাখতে আশ্বাস দিয়েছে কমিশন। তারা বলেছেন, এগুলো হবে না।

আমির খসরু বলেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। আর এ নির্বাচনে যদি গলদ তাকে তাহলে কারো আস্থা থাকার কথা না। ২০১৪ সালে ভোটার ও প্রার্থীবিহীন একটা নির্বাচন করে ক্ষমতা দখল করা হয়েছে। ১৮ সালে মধ্যরাত্রিতে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় আসা হয়েছে। আর এখন যে নির্বাচন হতে যাচ্ছে এতে নতুন একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইভিএমের মাধ্যমে ক্ষমতা দখল করা একটা প্রকল্প।
তিনি আরো বলেন, ইভিএমের মাধ্যমে ভোট চুরির যে প্রক্রিয়া এটা একবারে নীরব, নির্দেশিত নিশব্দের প্রকল্প ছাড়া কিছু না। এ প্রক্রিয়া যে যাচাই করার কোনো সুযোগ নেই। ব্যালট বাক্স ভর্তি করতে কষ্ট আছে এতে কোনো কষ্ট নাই। নির্বাচনের দিন মানুষ ভোট দিবে, সবকিছু ঠিক থাকবে কিন্তু ফলাফল তারা যা চাইবে তাই হবে।

ইভিএমেরটেকনিক্যাল হিসেবে সেনাবাহিনীর পাহারায় আপত্তি কিসের? সাংবাদিকদের এমন প্রশ্নে আমির খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকের যে শতশত কোটি টাকা নিয়ে গেছে সেখানে কি পাহারাদার ছিলো না। সেখানে কি সিকোরিটি নাই। এখানে আপনি যে টেকনোলজি আপনি ব্যবহার করবেন এখানে আপনার সিন্ধান কাজ করবে। এ সময় ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়