সময় টিভি : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। রূপ আর অভিনয় গুণে ছড়িয়েছেন মুগ্ধতা। ঢাকার চেয়ে কলকাতায় তার বর্তমান ব্যস্ততা সবচেয়ে বেশি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ছাড়িয়ে নিয়েছেন।
গত ২৭ ডিসেম্বর কলকাতায় জয়া আহসানের রবিবার সিনেমাটি মুক্তি পায়। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রজেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটি মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছেন জয়া। এছাড়াও কলকাতায় বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
নতুন বছরের নতুন কাজ নিয়ে জয়া আহসান বলেন, নিজ দেশে তেমন ভালো গল্পের সিনেমা অফার পাই না। প্রতিনিয়ত সিনেমার অফার আসে, কিন্তু গল্প পছন্দ না হওয়ায় সিনেমার নতুন কোন কাজ শুরু হচ্ছে না। তবে কলকাতায় কথাবার্তা চলছে কিছু কাজের। তাছাড়া কলকাতায় আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
অভিনয়ে আসলে নানান রকম মজা আছে। একেকজন একেকভাবে বলে। কিন্তু আমার কাছে অভিনয় হচ্ছে আমি যে মানুষটা না, সেই মানুষ হয়ে তার জীবনধারার ভেতর দিয়ে যাওয়া।
ভালো চরিত্র ও গল্প পেলেই নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করব। অনুলিখন: আইনুন নিশাত