নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় বসবে অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপ। আজ সন্ধ্যায় এমিরেটসের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি।
দেশ ছাড়া আগে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যুব দলের অধিনায়ক আকবর আলী। জানালেন বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার কথা।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তাই এই দল নিয়ে প্রত্যাশাও বেশি। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি। এজন্যই আমাদের নিয়ে প্রত্যাশাও বেড়ে গেছে। তবে আমরা ফলাফলে নজর দিচ্ছি না কিংবা অনেক দূরে তাকাতেও চাই না।’
আকবর বলেন, ‘আমরা আপাতত নকআউট পর্বের দিকে নজর দিচ্ছি এবং এরপর ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। আমরা বগুড়ায় ঘাসের পিচে অনুশীলন করেছি এবং দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রস্তুতি ক্যাম্প করবো। আমরা বিশ্বাস করি টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবো। আমরা ভালো কিছু করে দেখাতে পারবো।’