শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছপাক’ থেকে ‘লাল সিং চাড্ডা’, ২০২০’র কাঙ্ক্ষিত ১০ ছবি

মুসফিরাহ হাবীব: এ বছর কোন কোন প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেতে চলেছে বলিউডে? এক নজরে দেখে নেওয়া যাক বছরের শুরুতেই:

১. ছপাক:বছরের শুরুতেই ছকভাঙা ভূমিকায় বড় পর্দায় আসছেন দীপিকা পাড়ুকোন। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘ছপাক’।
২. তানাহাজি: বছরের প্রথম পিরিয়ড ড্রামা ‘তানাজি: অ্যান আনসাং ওয়ারিয়র’ মুক্তি পাবে ১০ জানুয়ারি।অভিনয় করেছেন: অজয় দেবগন, কাজল, সাইফ আলী খান।
৩. পঙ্গা: কবাডি খেলোয়াড় জয়া নিগমের বায়োপিক ‘পঙ্গা’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি। মূল ভূমিকায় কঙ্গনা রানাউত, জস্সি গিল এবং রিচা চাড্ডা।

৪. আজকাল: ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পাচ্ছে ‘আজ কাল’।২০০৯ সালের ছবি ‘লভ আজ কাল’-এর সিকোয়েল এই ছবিতে জুটি বেঁধেছেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান।
৫. দ্য কার্গিল গার্ল: শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূরের এবছর শুরু হচ্ছে বায়োপিক দিয়ে। তিনি অভিনয় করছেন ‘কার্গিল গার্ল’ গুঞ্জন সাক্সেনার ভূমিকায়। ভারতের বিমান বাহিনীর প্রথম নারী গুঞ্জন গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। ছবি মুক্তি পাবে ১৩ মার্চ।

৬. আংরেজি মিডিয়াম: ২০১৭ সালে জনপ্রিয় হয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সামাজিক বার্তাবাহী সেই কমেডি ছবির রেশ ধরেই এ বছর আসছে ‘আংরেজি মিডিয়াম’। মূল ভূমিকায় ইরফান খান এবং করিনা কপূর। ছবির মুক্তি ২০ মার্চ।

৭. সূর্যবংশী: রোহিত শেট্টির পরিচালনায় ‘সূর্যবংশী’ পর্দায় আসছে ২৭ মার্চ। এ ছবিতে অক্ষয়কুমারকে দেখা যাবে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায়।
৮. ৮৩: রণবীর সিংহ এ বার কপিল দেব হয়ে পর্দায় আসছেন ১০ এপ্রিল। সে দিন মুক্তি পাচ্ছে ‘৮৩’। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতার পটভূমিকার এ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা।

৯. কুলি নাম্বার ওয়ান: গোবিন্দ-করিশ্মার ‘কুলি নম্বর ওয়ান’ আবার ফিরছে এবছর।এবার জুটি বাঁধছেন বরুণ ধওয়ন ও সারা আলি খান। ছবির মুক্তি ১ মে।

১০. লাল সিংহ চাড্ডা: সেরা চমক অপেক্ষা করে আছে বছরের শেষে। এ বছর বড়দিনে মুক্তি পাবে আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া হলিউডের আইকনিক ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক নিয়ে অধীর অপেক্ষায় আছে সব মহল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়