শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ হাজার ৪৬০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ২

মাসুদ আলম : বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বিমানবন্দর থানার কাওলা ফুটওভার ব্রীজ এলাকায় এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ হোসেন ওরফে ভ্ট্টুু ও মো. জাহেদ। এসময় ২ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ১৫০শ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। এই চক্রের অন্যতম সদস্য কক্সবাজারের জনৈক এক মাদক ব্যবসায়ী।

মোহাম্মদ হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন সবজি বিক্রেতা। ইতিপূর্বে সে এলাকায় রিকশা চালাতো। সে সবজি বিক্রয়ের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩০/৪০ হাজার টাকা করে দিতো। জাহেদ একটি পরিবহনে সুপারভাইজার হিসেবে চাকুরী করে। সুপারভাইজারের চাকুরীর পাশাপাশি মোহাম্মদ হোসেনের এর মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। মাদকদ্রব্য পরিবহনে হোসেনকে সহযোগীতা করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ২০/২৫ হাজার টাকা করে দিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়