শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচন প্রক্রিয়াকে ব্যর্থ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিএনপি অংশ নিয়েছে, বললেন হানিফ

সমীরণ রায়: মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে আইইবির সেমিনার হলে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? আপনার এই বক্তব্য থেকে প্রমাণ হয় আপনারা নির্বাচনে জয় লাভ করার জন্য অংশ নিচ্ছেন না।নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র কোথায় থেকে উদ্ধার করবেন? কোন পর্বতের গোহার মধ্যে আছে, যে তিনি কষ্ট করে উদ্ধার করতে যাবেন। আমি বহুবার বলেছি গণতন্ত্রের সঙ্গাটা আপনার কাছ থেকে একটু জানা দরকার। মুখে গণতন্ত্রেও কথা বলেন অন্তরে কি কখনো আপনারা দেখেছেন গণতন্ত্র কাকে বলে।

হানিফ বলেন, তারেক রহমান লন্ডনে বসে মহা আরামে আছেন। উনাদের কয়েজন নেতা বলেছিলেন তারেক রহমান দেশে এসে দ্রুত দলের দায়িত্ব নেয়া দরকার। আবার বিএনপির পক্ষ থেকে বলে তারেক অসুস্থ। কয়েক দিন আগেই ইউটিউবে দেখা গেছে লন্ডনে একটি পার্কে আনন্দ অনুষ্ঠানে তারেক রহমান দৌড় দিয়ে হাইজাম্প দিয়ে একটি বেরিয়ার পার করে দেখালেন সুস্থ আছেন। কোথায় তিনি অসুস্থ? দেশে ফিরে আসার ভয়ে তিনি অসুস্থ হয়ে আছেন। কারণ যে অপকর্ম গুলো করেছেন এর কয়েকটি মাত্র বিচারের রায় হয়েছে। এই ভয়ে তিনি দেশে আসেন না।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ সিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়