শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ২৫ হিজবুল্লাহ নিহত, আরো হামরার হুমকি দিল পেন্টাগন

সিরাজুল ইসলাম: ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমনা হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। মার্কিন স্বার্থ রক্ষায় ইরান সমর্থিত মিলিয়া গ্রæপের উপর রোববার এ হামলা চালানো হয়। শুক্রবার ইরাকে মিলিশিয়া বাহিনীর হামলায় এক বেসামরিক মার্কিনি নিহতের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়। এ অঞ্চলে প্রয়োজনে আবারো এ ধরেণর হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। রয়টার্স

ওই মার্কিনি ইরাকে ঠিকাদারি করতেন। তিনি কাতাইব হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হন। শুক্রবার অন্তত ৩০টি রকেট হামলা হয় বলে দাবি করেছে পেন্টাগন। এতে আরো এক মার্কিনি ও দুই ইরাকি আহত হন। ফ্লোরিডায় পাম বিচে মার-এ-লাগো ক্লাবে বিষয়টি ট্রাম্পক অবহিত করেন তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জবাবে ট্রাম্প বলেন, আমরা ওই ঘটনায় দায়ীদের শাস্তির জন্য ইরানের পদক্ষেপের ওপর ভরসা করতে পারি না। মার্কিন নারী-পুরুষরা বিপদে থাকতে পারে না।

ইরাকে সিরিয়া সীমান্তের কাছে হিজবুল্লাহর সদর দপ্তরে তিনটি বিমান হামলায় কমপক্ষে ২৫ মিলিশিয়া নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ৪ হিজবুল্লাহ কমান্ডার রয়েছেন। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান এফ-১৫ দিয়ে দুইটি হামলা চালানো হয় সিরিয়ায় এবং একটি হামলা চালানো হয় ইরাকে। মিলিশিয়াদের পরিকল্পনা স্থান ও অস্ত্রাগার ছিল হামলার লক্ষ্যবস্তু। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বিমান হামলার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়