শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশকে হাইব্রিড উইকেটে খেলার পরামর্শ পল নিক্সনের

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স খুব বেশি না হলেও একেবারে কমও না। কিন্তু কেনো যেন বারবার বিদেশ সফরে গেলে হোঁচট খায় টাইগাররা। এই পরিণতি থেকে বেরোতে হলে অবশ্যই আন্তর্জাতিক মানের হাইব্রিড উইকেটে খেলা অভ্যাস করতে হবে বাংলাদেশকে। এমনটাই মনে করেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়ে আসা ইংলিশ ক্রিকেটার পল নিক্সন।

বলে বাউন্স পেতে সাধারণত হাইব্রিড উইকেট ব্যবহার করে থাকে ইংল্যান্ড। এই ধরনের সিংহভাগই উইকেট হয় কৃত্রিম। বাংলাদেশের উইকেটগুলো সেরকম নয়। তাই দেশের বাইরে গিয়ে সবসময়ই ধুঁকতে হয় বাংলাদেশকে।

হাইব্রিড উইকেটে খেললে দেশের বাইরেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স দেখাবে বলে মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্বে থাকা নিক্সন। ইংলিশ এই কোচের অধীনে দারুণ করছে চট্টগ্রাম, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।

রোববার (২৯ ডিসেম্বর) দলকে নিয়ে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার। নিক্সন বলেন, ‘ইংল্যান্ডের বেশিরভাগ উইকেট হাইব্রিড। এই ধরনের উইকেটের ৮০ শতাংশ কৃত্রিম। বলে বেশি বাউন্স পাওয়ার জন্য তৈরি করা হয় এই উইকেটগুলো। বাংলাদেশের জন্য হাইব্রিড উইকেট অনেক সহায়তা করবে।’

‘যখন বাংলাদেশ বাইরে খেলতে যাবে, তারা বাউন্সি উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের হাইব্রিড উইকেটের পেছনে বিনিয়োগ করা উচিত। আমি এটা টুর্নামেন্ট শেষে অবশ্যই মতামতে লিখে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সব দলের কাছ থেকেই প্রতিযোগিতা চাই। আমরা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপের আসর চাই।’ যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়