শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশকে হাইব্রিড উইকেটে খেলার পরামর্শ পল নিক্সনের

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স খুব বেশি না হলেও একেবারে কমও না। কিন্তু কেনো যেন বারবার বিদেশ সফরে গেলে হোঁচট খায় টাইগাররা। এই পরিণতি থেকে বেরোতে হলে অবশ্যই আন্তর্জাতিক মানের হাইব্রিড উইকেটে খেলা অভ্যাস করতে হবে বাংলাদেশকে। এমনটাই মনে করেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়ে আসা ইংলিশ ক্রিকেটার পল নিক্সন।

বলে বাউন্স পেতে সাধারণত হাইব্রিড উইকেট ব্যবহার করে থাকে ইংল্যান্ড। এই ধরনের সিংহভাগই উইকেট হয় কৃত্রিম। বাংলাদেশের উইকেটগুলো সেরকম নয়। তাই দেশের বাইরে গিয়ে সবসময়ই ধুঁকতে হয় বাংলাদেশকে।

হাইব্রিড উইকেটে খেললে দেশের বাইরেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স দেখাবে বলে মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্বে থাকা নিক্সন। ইংলিশ এই কোচের অধীনে দারুণ করছে চট্টগ্রাম, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।

রোববার (২৯ ডিসেম্বর) দলকে নিয়ে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার। নিক্সন বলেন, ‘ইংল্যান্ডের বেশিরভাগ উইকেট হাইব্রিড। এই ধরনের উইকেটের ৮০ শতাংশ কৃত্রিম। বলে বেশি বাউন্স পাওয়ার জন্য তৈরি করা হয় এই উইকেটগুলো। বাংলাদেশের জন্য হাইব্রিড উইকেট অনেক সহায়তা করবে।’

‘যখন বাংলাদেশ বাইরে খেলতে যাবে, তারা বাউন্সি উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের হাইব্রিড উইকেটের পেছনে বিনিয়োগ করা উচিত। আমি এটা টুর্নামেন্ট শেষে অবশ্যই মতামতে লিখে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সব দলের কাছ থেকেই প্রতিযোগিতা চাই। আমরা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপের আসর চাই।’ যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়