রজব আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার মহান বিজয় দিবসে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এই সংবর্ধনা প্রধান করা হয়।
সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, সাবেক ডিপুটি কমান্ডার এছার উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জাতীর শ্রেষ্ঠ সন্তান উপজেলা সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সম্পাদনা: জেরিন মাশফিক