শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর পরামর্শই ক্রিকেট থেকে দূরে ছিলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালে হটাৎ করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। প্রাথমিকভাবে জানা গিয়েছিলো মানসিক চাপের কারণেই তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এতোদিন পরে বিস্তারিত কারণও জানিয়েছেন এই অজি তারকা।

হঠাৎ এই বিরতি কারণ সম্পর্কে ম্যাক্সওয়েল জানান, ‘কিছু সময়ের জন্য আমি যেনো সবকিছু হারিয়ে খুঁজছিলাম। আমি বেশ হাঁপিয়ে উঠেছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিছু দিনের জন্য একটু নিজের মতো করে কাটাব। আমার এই বিরতি নেয়ার মূল কারণ হলো মনে হয় গত প্রায় আট মাস আমি শুধু একটা সুটকেস নিয়েই ঘুরেছি। একটু বিশ্রামের সুযোগ পায়নি। মানসিক ও শারীরিকভাবে আমি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’

তার স্ত্রীর নজরে প্রথম এই বিষয়টি আসে বলে জানিয়েছেন তিনি, ‘আসলে আমার সহধর্মিনীই প্রথম এই ব্যাপারটি খেয়াল করে। সে আমাকে বলে আমার এই সমস্যা নিয়ে কারো সাথে আলোচনা করা উচিত।’

দুঃসময়ে পাশে থাকার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াসহ ঘরোয়া দলগুলোকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাক্সওয়েল, ‘গত চার/ পাঁচ বছর এভাবেই চলছে। আমি নিজের সাথে আর পেরে উঠছিলাম না। আমি ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট ভিক্টোরিয়া এবং মেলবোর্ন স্টারসের ধন্যবাদ দিতে যায় যে তারা আমার সমস্যাটা বুঝেছে এবং পাশে দাঁড়িয়েছে।’

কয়েকদিন আগেই ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়ার হয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। ক’দিন পরই শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে নামার কথা তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়