আওয়ার ইসলাম: শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর সহধর্মীনি অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর নাতী ও মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ ১০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে তার নানীজান হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়েছে।
তিনি আরও জানান, লানসে অতিরিক্ত পানি জমেছে এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেখানে তিনি ডা. আরাফাতের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এদিকে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর পরিবারের স্বজনরা তার সহধর্মীনির দ্রুত সুস্থতার জন্য দেশবাসাীর কাছে দোয়া কামনা করেছেন।