মৌরী সিদ্দিকা : কেন্দ্রীয় সরকারের পাশ করা নাগরিকত্ব সংশোধন আইন মানতে অস্বীকৃতি জানিয়েছে কেরালা রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, এই রাজ্যে ধর্মভিত্তিক কোন বৈষম্য সহ্য করা হবে না। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এমন একপেশে আইন মেনে নেবে না কেরালার জনগণ। হিন্দুস্তান টাইমস
কেরালার মতোই নতুন আইনটি মানতে অস্বীকৃতি জানিয়েছে কংগ্রেসশাসিত রাজ্য পাঞ্জাব। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং বলেছেন, এই অসংবিধানিক আইনটি ঠেকাতে বিধান সভায় দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করা হবে।
কেরালা ও পাঞ্জাব ভারতের নতুন এই নাগরিকত্ব সংশোধন আইনের বিপক্ষে যাওয়ায় প্রতিবাদী রাজ্যের সংখ্যা দাঁড়ালো ৩-এ। সবার আগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইনটি না মানার ঘোষণা দেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব