শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বললেন সুলতানা কামাল

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, কক্সবাজারের উপকুল অঞ্চলে কয়লা ভিত্তিক প্রকল্প বানিয়ে কক্সবাজার, সমুদ্র, পাহাড় ও নদী নষ্ট করে শুধু পয়সা বানানো হচ্ছে। এ সরকার দেশের মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি এদের বিরুদ্ধে রুখে দাড়াবার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই চা বাগান ও খাসিয়া পানপুঞ্জির বিরোধপুর্ণ জমি ও রাস্তা পরিদর্শণ শেষে পানপুঞ্জিতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্ট এর প্রধান আইন উপদেষ্টা ও সাবেক বিচারপতি মো. নিজামুল হক, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।

পরিবেশের কথা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, আদিবাসী খাসিয়ারা এই মাটিরই সন্তান। এরা পরিবেশের পূজা করে। যারা পরিবেশের পূজা করে তারা পরিবেশের ক্ষতি করে না। তাদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়, তা কোনোভাবেই কাম্য নয়। তাদের দাবি দাওয়া মেনে নিয়ে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে হবে।

তিনি আরো বলেন, সমাজে যদি দুর্নীতি প্রতিরোধ না হয় এবং আইনী প্রক্রিয়ায় দুর্নীতির বিচার যথাযথভাবে না হয় তাহলে মানুষের মধ্যে একধরনের মরিয়া ভাব চলে আসে। সমাজে অস্থিরতা তৈরি হয়।যার কারনে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে চায়। মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা তৈরি হয়। তাই এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়