শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বললেন সুলতানা কামাল

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, কক্সবাজারের উপকুল অঞ্চলে কয়লা ভিত্তিক প্রকল্প বানিয়ে কক্সবাজার, সমুদ্র, পাহাড় ও নদী নষ্ট করে শুধু পয়সা বানানো হচ্ছে। এ সরকার দেশের মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি এদের বিরুদ্ধে রুখে দাড়াবার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই চা বাগান ও খাসিয়া পানপুঞ্জির বিরোধপুর্ণ জমি ও রাস্তা পরিদর্শণ শেষে পানপুঞ্জিতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্ট এর প্রধান আইন উপদেষ্টা ও সাবেক বিচারপতি মো. নিজামুল হক, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।

পরিবেশের কথা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, আদিবাসী খাসিয়ারা এই মাটিরই সন্তান। এরা পরিবেশের পূজা করে। যারা পরিবেশের পূজা করে তারা পরিবেশের ক্ষতি করে না। তাদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়, তা কোনোভাবেই কাম্য নয়। তাদের দাবি দাওয়া মেনে নিয়ে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে হবে।

তিনি আরো বলেন, সমাজে যদি দুর্নীতি প্রতিরোধ না হয় এবং আইনী প্রক্রিয়ায় দুর্নীতির বিচার যথাযথভাবে না হয় তাহলে মানুষের মধ্যে একধরনের মরিয়া ভাব চলে আসে। সমাজে অস্থিরতা তৈরি হয়।যার কারনে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে চায়। মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা তৈরি হয়। তাই এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়