শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টমেটোভর্তি কাভার্ডভ্যানে ৬শ বোতল ফেন্সিডিল, চালক ও হেলপার গ্রেপ্তার

মাসুদ আলম : রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় একটি কভার্ডভ্যানে চল্লাশি চালিয়ে ৬শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. বিপ্ল¬ব ও মো. ইব্রাহিম। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বটতলা তুর্কি কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩৫ ক্যারেট টমেটো, নগদ ২ হাজার ৪২০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে। পরে ফেন্সিডিলের চালানগুলো মোসুমী ফল ভর্তি গাড়ি ও কাভার্ডভ্যানে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। চক্রের অন্যতম সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার জনৈক এক মাদক ব্যবসায়ী। বিপ্লব ও ইব্রাহিমের মাধ্যমে মাদকের চালান ঢাকা ও আশেপাশের এলাকায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে পাইকারী মূল্যে বিক্রয় করে।

বিপ্লব জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন কাভার্ডভ্যান চালক। আগে ট্রাক ও কাভার্ডভ্যানে হেলপারের কাজ করতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে মৌসুমী ফসল টমেটো ভর্তি কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে ফেন্সিডিলের চালান রাজধানীতে নিয়ে আসে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩৫ হাজার টাকা করে দিতো। ইব্রাহিম জানায় সে জব্দকৃত কার্ভাড্যানের হেলপার। বিপ্লবের মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ১০-১২ হাজার টাকা করে দিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়