শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টমেটোভর্তি কাভার্ডভ্যানে ৬শ বোতল ফেন্সিডিল, চালক ও হেলপার গ্রেপ্তার

মাসুদ আলম : রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় একটি কভার্ডভ্যানে চল্লাশি চালিয়ে ৬শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. বিপ্ল¬ব ও মো. ইব্রাহিম। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বটতলা তুর্কি কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩৫ ক্যারেট টমেটো, নগদ ২ হাজার ৪২০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে। পরে ফেন্সিডিলের চালানগুলো মোসুমী ফল ভর্তি গাড়ি ও কাভার্ডভ্যানে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। চক্রের অন্যতম সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার জনৈক এক মাদক ব্যবসায়ী। বিপ্লব ও ইব্রাহিমের মাধ্যমে মাদকের চালান ঢাকা ও আশেপাশের এলাকায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে পাইকারী মূল্যে বিক্রয় করে।

বিপ্লব জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন কাভার্ডভ্যান চালক। আগে ট্রাক ও কাভার্ডভ্যানে হেলপারের কাজ করতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে মৌসুমী ফসল টমেটো ভর্তি কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে ফেন্সিডিলের চালান রাজধানীতে নিয়ে আসে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩৫ হাজার টাকা করে দিতো। ইব্রাহিম জানায় সে জব্দকৃত কার্ভাড্যানের হেলপার। বিপ্লবের মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ১০-১২ হাজার টাকা করে দিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়