শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনি সাব-রেজিস্ট্রি অফিসে নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা,  দুর্ভোগ চরমে দাতা-গৃহীতাদের

এইচ এম মিলন,কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নেই কোন স্যানিটেশন ব্যবস্থা। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোহরী ও দলিল করতে আসা দাতা-গৃহীতাদের। এ দুর্ভোগ চলছে সাব-রেজিষ্ট্রি অফিস প্রতিষ্ঠাকালীন থেকে। এ নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই বর্তমান সাব-রেজিষ্ট্রার কর্মকর্তার।

ভুক্তভোগী ও সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস প্রতিষ্ঠাকালীন থেকেই নেই কোনো টয়লেট। এ পর্যন্ত যত সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা এসেছেন কেউ জনস্বার্থে অফিসে কোনো টয়লেট নির্মাণ করেননি। তারা দায়সারভাবে চাকরীর রক্ষার্থে শুধু অফিস করে চলে গেছেন। কিন্তু জনস্বাথের্রও কথা ভেবে টয়লেট নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন। এভাবে বছরের পর বছর কেটে গেছে কিন্তু স্যানিটেশন ব্যবস্থার কোন উন্নয়ন ঘটেনি। এ পর্যন্ত সাব-রেজিষ্ট্রার একাধিক কর্মকর্তা এসেছেন-গেছেন ঠিকেই কিন্তু টয়লেট নির্মাণ আর হয়নি।

এ অফিসের আওতায় রয়েছে প্রায় ৩০জন স্টাফ ও ৬৫ জন মোহরী। এ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১৫টি ইউপি থেকে হাজার-হাজার লোকজন আসে প্রতিনিয়ত দলিল কার্যক্রম সম্পন্ন করার জন্য। কিন্তু টয়লেটের অভাবে ওই সকল লোকজনের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু টয়লেটের অভাবে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি ও অফিস আদালতে তাদের টয়লেটে করার জন্য দৌড় ঝাপ করতে হয়। এতে করে তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে নেই কোনো গভীর নলকুপ। তাই পানির অভাবে তৃষ্ণা মিটাতে পারছেনা দুর-দুরান্ত থেকে আসা লোকজন। বর্তমানে উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তার দায়িত্ব রয়েছেন নূরে তোজাম্মেল । কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পরও স্যানিটেশন ব্যবস্থাসহ নানান সমস্যার বিষয় কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মোহরী বলেন, সাব-রেজিস্ট্রি অফিসের কোনো টয়লেট না থাকায় প্রতিদিন আমাদের মল-মূত্র ত্যাগ করা নিয়ে দূর্ভোগে পরতে হয়। এমনকি অন্যের বাসা-বাড়ি ব্যবহার করতে হচ্ছে। আমরা দ্রæত এখানে টয়লেট নির্মাণের দাবি জানাই।

দলিল কার্যক্রম সম্পন্ন করতে আসা সুমন এবং নাজমুল সরাদার বলেন, আমরা দলিল করতে এসে দেখি সাব-রেজিস্ট্রি অফিসের কোন টয়েলেট ব্যবস্থা নেই। তাই আমরা অন্য একটি অফিসে গিয়ে মূত্র ত্যাগ করেছি।

উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা নূরে তোজাম্মেল বলেন, স্যানিটেশস ব্যবস্থায় সরকারিভাবে কোনো বরাদ্দ নেই। তবে বরাদ্দ পেলে টয়লেটের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, স্যানেটিশন ব্যবস্থা নেই তবে বিষয়টি আমি দেখব। সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়