শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে গৃহবন্দি দু’শিশু ফিলিপাইনে মায়ের কাছে ফিরে যেতে চায়

মাজহারুল ইসলাম : সাভারে সৎ মায়ের কাছে বন্দী শিশু ফিলিপাইনের নাগরিক দু’ভাই বব ডেসকারগার (১০) ও রাব্বী ডেসকারগার (৮) ফিলিপাইনে অবস্থিত তার মায়ের কাছে ফিরতে চায়। বিষয়টি তাদের মা সাভার থানাকে অবহিত করলেও পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। অপরদিকে, তাদের বাবা জাপান প্রবাসী বাংলাদেশি নাগরিক গিয়াস উদ্দিন জানান, লেখাপড়া করানোর জন্য তার দু’সন্তানকে সাভারে দ্বিতীয় স্ত্রীর কাছে রাখা হয়। জানা গেছে, বাবা-মায়ের দ্ব›েদ্ব এখন চরম বিপাকে পড়েছে ওই দু’শিশু।
রোববার দুপুরে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ঊষা গার্ডেন সিটির দ্বিতীয় তলার ফ্ল্যাটের একটি কক্ষে মানবেতর জীবনযাপর করছে ওই শিশুদুটি। তাদের সঙ্গে আছেন একজন মহিলা গৃহকর্মী। তিনি জানান, গিয়াস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তামান্নার বাবা মারা যাওয়ায় তিনি রাজবাড়ীতে গেছেন। তাই প্রতিদিন তাদের জন্য হোটেল থেকে খাবার আনা হয়। এখন শিশু দু’টি ফিলিপাইনে ফিরে যেতে করুন আকুতি জানাচ্ছে।

ভবন মালিক জামাল উদ্দিন জানান, ২০১৪ সালে গিয়াস উদ্দিন বাবু ও তার ফিলিপাইনি স্ত্রী রিজা ডেসকারগার এই ভবনের একটি ফ্ল্যাট ক্রয় করেন। এরপর তারা দু’জন জাপান চলে যান। এরপর দুজনের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হলে ২০১৭ সালে গিয়াস দেশে এসে তামান্নাকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ৬/৭ মাস আগে বাবু তার প্রথম স্ত্রীর ওই দু’শিশুকে নিয়ে দেশে এসে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে গত সেপ্টেম্বর মাসে জাপান চলে যান।
এ প্রসঙ্গে সাভার মডেল থানায় ওসি এএফএম সায়েদ জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। শিশুদুটির মা ফিলিপাইনের নাগরিক বাংলাদেশে আসবে বলে জানতে পেরেছি। তিনি এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়