শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে গৃহবন্দি দু’শিশু ফিলিপাইনে মায়ের কাছে ফিরে যেতে চায়

মাজহারুল ইসলাম : সাভারে সৎ মায়ের কাছে বন্দী শিশু ফিলিপাইনের নাগরিক দু’ভাই বব ডেসকারগার (১০) ও রাব্বী ডেসকারগার (৮) ফিলিপাইনে অবস্থিত তার মায়ের কাছে ফিরতে চায়। বিষয়টি তাদের মা সাভার থানাকে অবহিত করলেও পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। অপরদিকে, তাদের বাবা জাপান প্রবাসী বাংলাদেশি নাগরিক গিয়াস উদ্দিন জানান, লেখাপড়া করানোর জন্য তার দু’সন্তানকে সাভারে দ্বিতীয় স্ত্রীর কাছে রাখা হয়। জানা গেছে, বাবা-মায়ের দ্ব›েদ্ব এখন চরম বিপাকে পড়েছে ওই দু’শিশু।
রোববার দুপুরে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ঊষা গার্ডেন সিটির দ্বিতীয় তলার ফ্ল্যাটের একটি কক্ষে মানবেতর জীবনযাপর করছে ওই শিশুদুটি। তাদের সঙ্গে আছেন একজন মহিলা গৃহকর্মী। তিনি জানান, গিয়াস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তামান্নার বাবা মারা যাওয়ায় তিনি রাজবাড়ীতে গেছেন। তাই প্রতিদিন তাদের জন্য হোটেল থেকে খাবার আনা হয়। এখন শিশু দু’টি ফিলিপাইনে ফিরে যেতে করুন আকুতি জানাচ্ছে।

ভবন মালিক জামাল উদ্দিন জানান, ২০১৪ সালে গিয়াস উদ্দিন বাবু ও তার ফিলিপাইনি স্ত্রী রিজা ডেসকারগার এই ভবনের একটি ফ্ল্যাট ক্রয় করেন। এরপর তারা দু’জন জাপান চলে যান। এরপর দুজনের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হলে ২০১৭ সালে গিয়াস দেশে এসে তামান্নাকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ৬/৭ মাস আগে বাবু তার প্রথম স্ত্রীর ওই দু’শিশুকে নিয়ে দেশে এসে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে গত সেপ্টেম্বর মাসে জাপান চলে যান।
এ প্রসঙ্গে সাভার মডেল থানায় ওসি এএফএম সায়েদ জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। শিশুদুটির মা ফিলিপাইনের নাগরিক বাংলাদেশে আসবে বলে জানতে পেরেছি। তিনি এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়