জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে রোববার রাতে ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার।
আটক মাদক ব্যাবসায়ীরা হচ্ছে,জীবননগর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের রাসেদুল মন্ডলের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী সাইফুল(২৩), নতুন তেঁতুলিয়া গ্রামের আসমান মন্ডলের ছেলে নজরুল ইসলাম ( ৪২),তেতুলিয়া গ্রামের হারান মন্ডলের ছেলে সোহাগ (৩০) ও মনোহরপুর গ্রামের শরিফ হোসেনর ছেলে তুহিন (৩০)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে,চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম,গাফ্ফার,আমির হোসেন,এএসআই আরিফ,মিলন ও ইমামুল সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে ৫২ বোতল, সোহাগ ও নয়নকে ২৩ বোতল ফেনসিডিল এবং নজরুল ইসলামকে ৩০০গ্রাম সমপরিমাণ ১০৫ পুড়িয়া গাঁজাসহ গ্রেপ্তার করেন।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন,আটক মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, পুলিশের এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে জীবননগর থেকে যতদিন পর্যন্ত মাদক সমূলে নির্মূল না হবে।জেরিন মাশফিক