শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটার বয়স কি দিন দিন কমছে, প্রশ্ন ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর বয়সে অভিষেক হয়ে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তানের পেস বোলার নাসিম শাহ। স্কুলের গন্ডি পেরোনোর আগেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে বিপাকেই পড়েছেন নাসিম। সেই সঙ্গে পাকিস্তান দল নিয়েও হাসি তামাশা শুরু হয়েছে। কেউ তো বলতে শুরু করেছেন পাকিস্তানি ক্রিকেটারদের বয়স দিন দিন কমছে।

মোহাম্মদ কাইফের মতে ভারতের সাবেক পাকিস্তানি এক সাংবাদিকের বছরখানেক আগের টুইটকে সামনে এনে সেই সন্দেহ আরও বড় করে তুলেছেন। যেখানে এক বছর আগেই নাসিম শাহ’র বয়স লেখা হয়েছিল ১৭ বছর। এক বছর পর সেটা ১৬ হয় কি করে!

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের এসব সমালোচনায় কান দিতে নারাজ। তাদের দাবি, নাসিম শাহের বয়স নিয়ে কথা বলার কিছু নেই। তার চেহারা দেখলেই বয়সটা বোঝা যায়।

এবার আর বৈরি দেশ ভারত নয়। পাকিস্তান ক্রিকেটে বয়স চুরির বিষয়ে মুখ খুললেন খোদ সেই দেশেরই সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। ক্রিকেটারদের বয়স নিয়ে প্রতিনিয়ত যেভাবে বিতর্ক উঠছে, তাতে রীতিমতো বিরক্ত তিনি। এসব করে পিসিবিকে হাসির খোরাক না জোগাতে আহ্বান করলেন তিনি।

১৬ বছরের নাসিম শাহ আন্তর্জাতিক ক্রিকেট খেলে আবার নির্বাচিত হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলেও। বড়দের ক্রিকেট থেকে আবার ছোটদের ক্রিকেটে, এমন ভাঁড়ামির কোনো মানে দেখছেন না রশিদ লতিফ।

পিসিবির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৯। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৬। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৩। আর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটাররা ফিরে যাচ্ছে মায়ের কোলে। আল্লাহর দোহাই, পিসিবির উচিত বয়সগুলো সংশোধন করা। অসাধু ডাক্তারদের পাল্লায় পড়ে যেন নিজেদের সুনাম আর নষ্ট না করা হয়। নিজেদের হাসির খোরাক আর যেন বানানো না হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়