শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে ৫ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে গত ২১ জুলাই লিজা আক্তার (২৮) নামে এক তরুণী মোটরসাইকেল থেকে পড়ে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। সড়ক দুর্ঘটনা নয়, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার মায়ের অভিযোগে আদালতের নির্দেশে তরুণীর লাশ দাফনের প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলার নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়ার উপস্থিতিতে আদমপুর ইউপির পূর্ব আধকানী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তরুণীর লাশ উত্তোলন করা হয়।

গত (২১ জুলাই) বিকালে আদমপুর-কোনাগাঁও সড়কে দ্রুতগতির চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় পরে হাসপাতাল নেওয়ার পর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবার্স-এর কর্মী লিজা আক্তারের মৃত্যু হয়। সে সময় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পন্ন হয়েছিলো। কিন্তু ঘটনার এক মাস পর তরুণী লিজার মা আলেমা বেগম বাদী হয়ে গত ২৪ আগষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩নং আমল আদালত, মৌলভীবাজারে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আদালত লাশের ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সেদিন বিকাল ৩ টায় অফিসের কাজে লিজা পূর্ব কোনাগাঁও যায়। রিক্সা বা সিএনজি অটোরিক্সা যোগে যাওয়ার সুযোগ থাকলেও প্রজেক্ট ম্যানেজার জন বৃগেন মল্লিক (৪০) ও প্রোগ্রাম ইনচার্জ জীবন্ত হাগিদকে লিজা আপত্তি জানানোর পরও জোর পূর্বক ধমক দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অনিচ্ছা স্বত্ত্বেও ফখরুল ইসলাম শাকিল ড্রাইভিং ও লাইসেন্সবিহীন একজন অদক্ষ সহকর্মীর মোটরসাইকেলে যেতে বাধ্য করা হয়।

আরও উল্লেখ করা হয়, মোটরসাইকেল চালক শাকিল বিভিন্ন সময়ে লিজার সাথে ঝগড়া বিবাদ ও অশোভন আচরণ করে থাকতো । লিজা বারবার আপত্তির পরও কোনো পাত্তা না করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় হত্যার উদ্দেশ্যে পিছন দিকে জোরে ইচ্ছেকৃত ধাক্কা দিয়ে ফেলে দিলে লিজা মাটিতে ছিটকে পড়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে মারা যায়।

লিজার মা আলেমা বেগম বলেন , `পরিকল্পিত হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দুর্ঘটনা জনিত মৃত্যু বলে ভুল বুঝিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে দিয়ে কাগজে স্বাক্ষর করিয়ে লাশ দাফন সম্পন্ন করে। এ কারণে দোষীদের শাস্তির দাবিতে আদালতে তিনি মামলা করেছেন। আমার মেয়ের দাফন শেষে কয়েক দিনপর অফিসে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারি। তখন ঢাকায় সংস্থার কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন মাইনুল তাকে হেড অফিসে খবর দিয়ে নেন এবং তিনি এ হত্যাকাণ্ড নিয়ে আমাদের সাথে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়ে কোনো প্রকারের অভিযোগ না করতে হুমকি দেন । তাই বাধ্য হয়ে গত ২৪ অক্টোবর আদালতে মামলা করেন।'

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গুড নেইবার্স-এর এক কর্মকর্তা বলেন, `এটি একটি সড়ক দুর্ঘটনা ছিলো। লিজা অসাবধাণতাবর্শত চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।'

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন,‘ বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তারের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। কবর থেকে লাশটি তোলার পর মযনাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন চৌধুরী কবর থেকে তরুণীর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়