শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমকালো আয়োজনে উদ্বোধন হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’, আমন্ত্রণ না পেয়ে হতাশ সাবেক অধিনায়করা

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আয়োজিত হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জমকালো আয়োজন দিয়ে আজ বিকাল ৫টায় পর্দা উঠবে এবারের বিপিএলের।

উদ্বোধনী এই অনুষ্ঠানে বসবে দেশি-বিদেশি তারকাদের মেলা। দুই পর্বে মঞ্চ মাতাবেন দেশি ও বিদেশি তারকারা। এর মাঝে সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে-পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক বিষয়।

তবে পরিতাপের বিষয় হলো, এ অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়া হয়নি দেশের ক্রিকেটের সাবেক কোনো অধিনায়ক বা তারকা ক্রিকেটারদের। তাদের কেউ যদি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে চান, তাহলে অন্যান্য সাধারণ দর্শকদের মতো টিকিট কেটেই ঢুকতে হবে মাঠে।

অথচ সাবেক অধিনায়করা দাওয়াত না পেলেও, ক্রিকেট বোর্ডের সকল সদস্য ও কাউন্সিলরদের ঠিকই পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। অনেককেই আবার দেয়া হয়েছে সৌজন্য টিকিট। কিন্তু সাবেক খেলোয়াড় বা অধিনায়কদের জন্য নেয়া হয়নি কোনো পদক্ষেপ।

যা দেখে বেশ মনঃকষ্টই পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শফিকুল হক হীরা। আয়োজকদের এমন খামখেয়ালিপূর্ণ আচরণ মেনে নিতে কষ্টই হচ্ছে তার। শফিকুল হক হীরা শুধু ক্রিকেটার হিসেবেই নন, জাতীয় দলের ম্যানেজার হিসেবেও ছিলেন অন্যতম সফল।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজন। কিন্তু এটা দেখে অবাক হলাম যে, বিপিএলের এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়কদের দাওয়াত দেয়া হয়নি। অথচ বোর্ড মেম্বার, কাউন্সিলররা ঠিকই আমন্ত্রণ পেয়েছে। এটা খুবই দুঃখের যে সাবেক অধিনায়কদের চেয়ে বোর্ড কাউন্সিলরদের গুরুত্ব বেশি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কার বিজয়ীর জন্য এটা অপমানজনক। বিসিবি কারও সাথে যোগাযোগই করেনি। দেশের জন্য সুনাম অর্জনের লক্ষ্যে আমরা ক্রিকেট খেলেছিলাম, বোর্ড মেম্বার বা কাউন্সিলররা নয়। অথচ এর বিপরীতে আমরা এমন প্রতিদান পাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয় হয়তো এ বিষয়ে কিছু জানেও না। এটা সত্যিই অপমানজনক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়