শিরোনাম
◈ মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত, বার্ষিক পরীক্ষা কাল থেকে ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ট্রাম্প-মুনের ফোনালাপ

সাইফুর রহমান : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে টেলিফোনে আধা ঘন্টা আলোচনা করেছেন বলে শনিবার জানিয়েছে সিউল। সম্প্রতি পারমানবিক আলোচনা বিষয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে বলে পিয়ংইংয়ের হুমকির প্রেক্ষিতে দুই মিত্র দেশের নেতা নেতা এনিয়ে টেলিফোনে আলাপ করলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই নেতা একমত হয়েছেন যে, পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে এবং একমাত্র পরমানু সমঝোতাই এক্ষেত্রে সমাধানের একমাত্র উপায়। প্রয়োজনে তারা এনিয়ে প্রয়োজন হলে নিয়মিত আলোচনা করবেন বলেও বিবৃতিতে বলা হয়। ইয়ন, দি হিন্দু, রয়টার্স

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এক বছরের সময়সীমা বেধে দিয়েছিল যে, পারমানবিক অস্ত্র বিষয়ে তাদের প্রতি মার্কিন পলিসির পরিবর্তন না হলে প্রেসিডেন্ট কিম নতুন পন্থা অবলম্বন করবেন। বেধে দেয়া সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও দু’দেশের সঙ্কটের কোনো সমাধান
না হওয়ায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক বিবৃতিতে উত্তর কোরিয়ার উর্ধতন এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে নির্ধারিত সময়সীমা অতিক্রম না করতে সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আলোচনার প্রস্তাব দিয়েও যথাযথ ব্যবস্থা না নেয়াকে ওয়াশিংটনের একটি অপকৌশল বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া দুই নেতার টেলিফোন আলাপে দীর্ঘ দিনের মিত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় নিয়োজিত প্রায় ২৮ হাজার মার্কিন সেনার তহবিলের জন্য দুই পক্ষ কী পরিমাণ অর্থ ব্যয় করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি এবিষয়ে ওয়াশিংটনে দু’পক্ষ আলোচনায় বসলেও তারা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে আসতে পারে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়