শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ট্রাম্প-মুনের ফোনালাপ

সাইফুর রহমান : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে টেলিফোনে আধা ঘন্টা আলোচনা করেছেন বলে শনিবার জানিয়েছে সিউল। সম্প্রতি পারমানবিক আলোচনা বিষয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে বলে পিয়ংইংয়ের হুমকির প্রেক্ষিতে দুই মিত্র দেশের নেতা নেতা এনিয়ে টেলিফোনে আলাপ করলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই নেতা একমত হয়েছেন যে, পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে এবং একমাত্র পরমানু সমঝোতাই এক্ষেত্রে সমাধানের একমাত্র উপায়। প্রয়োজনে তারা এনিয়ে প্রয়োজন হলে নিয়মিত আলোচনা করবেন বলেও বিবৃতিতে বলা হয়। ইয়ন, দি হিন্দু, রয়টার্স

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এক বছরের সময়সীমা বেধে দিয়েছিল যে, পারমানবিক অস্ত্র বিষয়ে তাদের প্রতি মার্কিন পলিসির পরিবর্তন না হলে প্রেসিডেন্ট কিম নতুন পন্থা অবলম্বন করবেন। বেধে দেয়া সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও দু’দেশের সঙ্কটের কোনো সমাধান
না হওয়ায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক বিবৃতিতে উত্তর কোরিয়ার উর্ধতন এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে নির্ধারিত সময়সীমা অতিক্রম না করতে সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আলোচনার প্রস্তাব দিয়েও যথাযথ ব্যবস্থা না নেয়াকে ওয়াশিংটনের একটি অপকৌশল বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া দুই নেতার টেলিফোন আলাপে দীর্ঘ দিনের মিত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় নিয়োজিত প্রায় ২৮ হাজার মার্কিন সেনার তহবিলের জন্য দুই পক্ষ কী পরিমাণ অর্থ ব্যয় করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি এবিষয়ে ওয়াশিংটনে দু’পক্ষ আলোচনায় বসলেও তারা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে আসতে পারে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়