মহসীন কবির ও মঈন: আইনমন্ত্রী আনিসুল হক শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ন্যায় বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দক্ষতা ও প্রজ্ঞায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির আমলে বিচার বিভাগ পৃথক করা হলেও বিচারপতিরা স্বাধীনভাবে কার করতে পারেন নি। বর্তমানে প্রধানমন্ত্রীর বাস্তবমুখী পদক্ষেপে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছে।
বিটিভি