শিরোনাম
◈ ভারতে খেলতে অনিচ্ছা, বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ জেসুসের জোড়া গোলে ইন্টার মিলান‌কে হারা‌লো আর্সেনাল ◈ কাল থেকে ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াবে প্রার্থীরা ◈ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ◈ ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল ◈ রাজনৈতিকদলসহ নানামুখী চাপে ইসি, আচরণ বিধি লঙঘনের অভিযোগ বাড়ছে ◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের ষষ্ঠ দিনে গলফ থেকেই এলো ৪টি রূপা

এল আর বাদল : পাকিস্তান থেকে বাংলাদেশ দুটি পদক বেশি পেলেও বেশি স্বর্ণ (১৮) জয়ের কারণে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দল। মাত্র ৪ স্বর্ণ নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাকিস্তানের মোট পদক ৭১ আর বাংলাদেশের ৭৩টি। তালিকার প্রথমে প্রতিবারের মতোই ভারত। তারা ৭৯টি স্বর্ণ সহকারে ১৬২ পদক জিতেছে।

আজ গেমসের ৬ষ্ঠ দিনেও পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। এদিন ১৩টি পদক জিতেছে লাল-সবুজের দল। এর মধ্যে ৭টি রৌপ্য আর ৬টি ব্রোঞ্জ। এদিন শুটিংয়ের মহিলা ইভেন্টে বেশ চমক দেখিয়েছেন আরদিনা ফেরদৌস আঁখি।তিনি দারুণ এক কীর্তি গড়ছেন। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রৌপ্য পদক এনে দিলেন এই শুটার। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে আজ ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রৌপ্য জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে স্বর্ণ পদক জয় করেন ভারতের পারমানানথাম।

মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রৌপ্য পেয়েছিলো বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রৌপ্য পদক জিতেছিলেন আঁখি।

এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রৌপ্য পেলো বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিলো। এদিন গলফেও চারটি রৌপ্য জিতেছে লাল-সবুজের দল। ভারত্তোলনে দুটি রৌপ্য পেয়েছে বাংলাদেশ। মহিলা বিভাগের ৭১ কেজি ওজন শ্রেণীতে সাথি আক্তার পেয়েছেন একটি, অপরটি পুরুষ বিভাগের রৌপ্য।

ফেন্সিং প্রতিযোগিতায় ৩টি ব্রোঞ্জ এবং সাঁতার ইভেন্টের মহিলা ও পুরুষ বিভাগ থেকে দুটি ব্রোঞ্জ এসেছে। গতকাল ১৩টি পদক নিয়েই গেমসের ৬ষ্ঠ দিন পার করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়