শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের ষষ্ঠ দিনে গলফ থেকেই এলো ৪টি রূপা

এল আর বাদল : পাকিস্তান থেকে বাংলাদেশ দুটি পদক বেশি পেলেও বেশি স্বর্ণ (১৮) জয়ের কারণে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দল। মাত্র ৪ স্বর্ণ নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাকিস্তানের মোট পদক ৭১ আর বাংলাদেশের ৭৩টি। তালিকার প্রথমে প্রতিবারের মতোই ভারত। তারা ৭৯টি স্বর্ণ সহকারে ১৬২ পদক জিতেছে।

আজ গেমসের ৬ষ্ঠ দিনেও পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। এদিন ১৩টি পদক জিতেছে লাল-সবুজের দল। এর মধ্যে ৭টি রৌপ্য আর ৬টি ব্রোঞ্জ। এদিন শুটিংয়ের মহিলা ইভেন্টে বেশ চমক দেখিয়েছেন আরদিনা ফেরদৌস আঁখি।তিনি দারুণ এক কীর্তি গড়ছেন। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রৌপ্য পদক এনে দিলেন এই শুটার। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে আজ ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রৌপ্য জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে স্বর্ণ পদক জয় করেন ভারতের পারমানানথাম।

মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রৌপ্য পেয়েছিলো বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রৌপ্য পদক জিতেছিলেন আঁখি।

এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রৌপ্য পেলো বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিলো। এদিন গলফেও চারটি রৌপ্য জিতেছে লাল-সবুজের দল। ভারত্তোলনে দুটি রৌপ্য পেয়েছে বাংলাদেশ। মহিলা বিভাগের ৭১ কেজি ওজন শ্রেণীতে সাথি আক্তার পেয়েছেন একটি, অপরটি পুরুষ বিভাগের রৌপ্য।

ফেন্সিং প্রতিযোগিতায় ৩টি ব্রোঞ্জ এবং সাঁতার ইভেন্টের মহিলা ও পুরুষ বিভাগ থেকে দুটি ব্রোঞ্জ এসেছে। গতকাল ১৩টি পদক নিয়েই গেমসের ৬ষ্ঠ দিন পার করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়