শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের ষষ্ঠ দিনে গলফ থেকেই এলো ৪টি রূপা

এল আর বাদল : পাকিস্তান থেকে বাংলাদেশ দুটি পদক বেশি পেলেও বেশি স্বর্ণ (১৮) জয়ের কারণে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দল। মাত্র ৪ স্বর্ণ নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাকিস্তানের মোট পদক ৭১ আর বাংলাদেশের ৭৩টি। তালিকার প্রথমে প্রতিবারের মতোই ভারত। তারা ৭৯টি স্বর্ণ সহকারে ১৬২ পদক জিতেছে।

আজ গেমসের ৬ষ্ঠ দিনেও পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। এদিন ১৩টি পদক জিতেছে লাল-সবুজের দল। এর মধ্যে ৭টি রৌপ্য আর ৬টি ব্রোঞ্জ। এদিন শুটিংয়ের মহিলা ইভেন্টে বেশ চমক দেখিয়েছেন আরদিনা ফেরদৌস আঁখি।তিনি দারুণ এক কীর্তি গড়ছেন। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রৌপ্য পদক এনে দিলেন এই শুটার। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে আজ ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রৌপ্য জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে স্বর্ণ পদক জয় করেন ভারতের পারমানানথাম।

মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রৌপ্য পেয়েছিলো বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রৌপ্য পদক জিতেছিলেন আঁখি।

এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রৌপ্য পেলো বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিলো। এদিন গলফেও চারটি রৌপ্য জিতেছে লাল-সবুজের দল। ভারত্তোলনে দুটি রৌপ্য পেয়েছে বাংলাদেশ। মহিলা বিভাগের ৭১ কেজি ওজন শ্রেণীতে সাথি আক্তার পেয়েছেন একটি, অপরটি পুরুষ বিভাগের রৌপ্য।

ফেন্সিং প্রতিযোগিতায় ৩টি ব্রোঞ্জ এবং সাঁতার ইভেন্টের মহিলা ও পুরুষ বিভাগ থেকে দুটি ব্রোঞ্জ এসেছে। গতকাল ১৩টি পদক নিয়েই গেমসের ৬ষ্ঠ দিন পার করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়