শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এফসিসি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করলো হুয়াওয়ে

রাশিদ রিয়াজ : ইউএস ফেডারেল কমিউনিকেশনস কমিশন চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে এ নতুন করে বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্রে যতটুকু ব্যবসা ছিল কোম্পানিটির তাও করা দুষ্কর হয়ে গিয়েছে। টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতি ও স্মার্টফোন তৈরি এ কোম্পানিটির পণ্য পরিবহনে যুক্তরাষ্ট্রে যে ফেডারেল ভর্তুকি দেয়া হয় তাও হুয়াওয়ে আর পাচ্ছে না। হুয়াওয়ের প্রধান আইনী কর্মকর্তা সং লিউপিং বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান অজিত পাই চীনা কোম্পানি বলেই এধরনের বিধিনিষেধ জারি করেছেন। আর কিছু নয়। তাই হুয়াওয়ে নিউঅরলিন্সের আদালতে কমিশনের ওই বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে মামলা করেছেন। সিএনএন

হুয়াওয়ের এই কর্মকর্তা আরো দাবি করেন মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন হুয়াওয়ে সম্পর্কে মার্কিন বাজারে ভীতি ছড়ানোর চেষ্টা করছে। যাতে মানুষ হুয়াওয়ে পণ্য থেকে দূরে সরে যায়। কিন্তু হুয়াওয়ে সম্পর্কে কোনো অভিযোগই কমিশন প্রমাণ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যে হুয়াওয়ে পণ্য হুমকি তাও প্রমাণ করা অসম্ভব। তারপরও এধরনের বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের পরিপন্থী।
একই সঙ্গে হুয়াওয়ে মার্কিন বাজারে ব্যবসা টিকিয়ে রাখার জন্যে লবিষ্ট নিয়োগ করে ১ কোটি ৯০ লাখ ডলার খরচ করেছে গত ৯ মাসে। গত বছর এ খরচের পরিমান ছিল ১ লাখ ৬৫ হাজার ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়