শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এফসিসি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করলো হুয়াওয়ে

রাশিদ রিয়াজ : ইউএস ফেডারেল কমিউনিকেশনস কমিশন চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে এ নতুন করে বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্রে যতটুকু ব্যবসা ছিল কোম্পানিটির তাও করা দুষ্কর হয়ে গিয়েছে। টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতি ও স্মার্টফোন তৈরি এ কোম্পানিটির পণ্য পরিবহনে যুক্তরাষ্ট্রে যে ফেডারেল ভর্তুকি দেয়া হয় তাও হুয়াওয়ে আর পাচ্ছে না। হুয়াওয়ের প্রধান আইনী কর্মকর্তা সং লিউপিং বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান অজিত পাই চীনা কোম্পানি বলেই এধরনের বিধিনিষেধ জারি করেছেন। আর কিছু নয়। তাই হুয়াওয়ে নিউঅরলিন্সের আদালতে কমিশনের ওই বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে মামলা করেছেন। সিএনএন

হুয়াওয়ের এই কর্মকর্তা আরো দাবি করেন মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন হুয়াওয়ে সম্পর্কে মার্কিন বাজারে ভীতি ছড়ানোর চেষ্টা করছে। যাতে মানুষ হুয়াওয়ে পণ্য থেকে দূরে সরে যায়। কিন্তু হুয়াওয়ে সম্পর্কে কোনো অভিযোগই কমিশন প্রমাণ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যে হুয়াওয়ে পণ্য হুমকি তাও প্রমাণ করা অসম্ভব। তারপরও এধরনের বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের পরিপন্থী।
একই সঙ্গে হুয়াওয়ে মার্কিন বাজারে ব্যবসা টিকিয়ে রাখার জন্যে লবিষ্ট নিয়োগ করে ১ কোটি ৯০ লাখ ডলার খরচ করেছে গত ৯ মাসে। গত বছর এ খরচের পরিমান ছিল ১ লাখ ৬৫ হাজার ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়