শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে পেঁয়াজ নিয়ে হাহাকার

যুগান্তর : বরাদ্দ না থাকায় টিবিসির খোলা বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এখনো খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।

এ কারণে বরিশালবাসীর মাঝে পেঁয়াজ নিয়ে হাহাকার পড়ে গেছে। যদিও ভোক্তাদের চাহিদা মেটাতে মঙ্গলবার পেঁয়াজ বিক্রয়কারী ট্রাকের সংখ্যা বৃদ্ধি করেছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ৫টি ট্রাক সেলের স্থলে ৭টি ট্রাক করা হয়েছিল।

ট্রাক সেলের মাধ্যমে সরকার নির্ধারিত ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম করে তারা। কিন্তু বুধবার ট্রাক বেড় হলেও তাতে ছিল না অতি কাঙ্ক্ষিত সেই পেঁয়াজ।ট্রাকে পাওয়া যায় তেল, চিনি ও মসুরের ডাল।

তাই গত তিন দিনের মতো ছিল না মানুষের দীর্ঘ লাইন। উল্টো ভোক্তাদের মাঝে তীব্র ক্ষোভ ও না পাওয়ার হাহাকার দেখা গেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান যুগান্তরকে বলেন, পেঁয়াজ যা ছিল তা বিক্রি শেষ হয়ে গেছে। আশা করছি শনিবার থেকে আবার পেঁয়াজ বিক্রি শুরু হবে। তবে এবার অনেক বাড়তি আসবে। জাহাজ থেকে পেঁয়াজ আনলোড করতে যে কয়দিন লাগে, তার পর বরিশালবাসীর চাহিদা মেটানো হবে।

নগরীর যেসব স্পটে টিসিবি পেঁয়াজ বিক্রি করত সেসব স্থানে গিয়ে দেখা গেছে ট্রাক নেই। দুইটি স্পটে ট্রাক সেল হচ্ছে। তবে সেখানে নেই মানুষের ভিড়। সবাই পেঁয়াজ চাচ্ছিল। কিন্তু ট্রাক দুটিতে শুধু মাত্র তেল, চিনি ও মসুরের ডাল রয়েছে। ট্রাক দুইটি হচ্ছে রানা এন্টারপ্রাইজ ও অর্থি স্টোরের। অর্থি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও রানা জজ কোর্টের সামনে এসব পণ্য বিক্রি করছে। পরিবারের জন্য পেঁয়াজ নিতে আসা মো. মনির নামে এক ব্যক্তি জানান, আমি নগরীর বরিশাল কলেজের সামনে থেকে পেঁয়াজ নিতে এসেছিলাম। কিন্তু কোথাও পেঁয়াজ পেলাম না। মঙ্গলবারও এসেছিলাম। কিন্তু দীর্ঘ লাইন থাকায় নিতে পারিনি। তাই বুধবার এসেছিলাম। তিনি বলেন, খুচরা বাজারে ২৫০ টাকা দিয়ে পেঁয়াজ কিনে খেতে পারি না।

এ ব্যাপারে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. আনিসুর রহমান বলেন, বর্তমানে পেঁয়াজ শেষ হয়ে গেছে। এর আগে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করে সরকার। যার অংশ হিসেবে ২০ নভেম্বর থেকে বরিশালেও এই কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, মাঝখানে আমদানি কম থাকার কারণে ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম বন্ধ ছিল। তবে দ্বিতীয় দফায় বরিশাল অঞ্চলের জন্য ৬২ টন পেঁয়াজ বরাদ্দ দেয়ায় ১ ডিসেম্বর থেকে পুনরায় ভোক্তা পর্যায়ে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছিল। কিন্তু তাও শেষ হয়ে গেছে। তবে আবার বরাদ্দ আসবে। খুব শিগগিরই বরাদ্দ পেলে নতুন করে পেঁয়াজ বিক্রি শুরু করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়