শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে সড়কের কাজে ব্যাপক অনিয়ম

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার রুপিয়াট মাদ্রাসা-মৌরাট পি.ও সড়কের গোপালপুর-কলিমহর বাজার অংশের রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপক অনিয়ম চলছে।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ নিজেই ঠিকাদার হিসেবে কাজটি করছেন। কাজেই সাইট পরিদর্শন করে বিছানো ইটের খোয়া ও কার্পেটিংয়ের পাথর অত্যন্ত নিম্নমানেরসহ নানা অনিয়ম পেয়ে পাংশা উপজেলা এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান গত ২৮শে নভেম্বর ঠিকাদার উপজেলা চেয়ারম্যানকে পত্র দিয়ে নিম্নমানের ওই ইটের খোয়া-পাথর অপসারণ করার জন্য বলেছেন-অন্যথায় ঠিকাচুক্তি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ প্রেরণ করা হবে বলে উল্লেখ করেছেন।

পত্রে উল্লেখ করা হয়েছে, সরেজমিনে সাইট পরিদর্শনকালে দেখা যায় যে, (১) রুপিয়াট মাদ্রাসা-মৌরাট পি.ও সড়ক (চেঃ ০০-৩৭৮৭ মিঃ) রক্ষণাবেক্ষণ কাজের চেইনেজ ৩৪২৫-৩৭৪০ মিঃ এর মধ্যে আপনার (পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের) ঠিকাদারী প্রতিষ্ঠানের বিছানোকৃত WBM এর ইটের খোয়ার মান নিম্নমানের (২) কার্পেটিং কাজে মজুতকৃত 6mm stone chips মালামালের মধ্যে Unspecifiedপি-গ্রাভেল রয়েছে (৩) কার্পেটিং কাজের 25mm নরমাল কার্পেটিং এবং 7mm সীলকোটের মালামালের ল্যাবরেটরী এলজিইডি, রাজবাড়ী কর্তৃক গ্রেডেশনের অনুপাত নির্ধারণ ব্যতিরেকে আপনার ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিজে নিজে প্রি-মিক্স (পাথর) করা হয়েছে-যা ঠিকাচুক্তির পরিপন্থী। এমতাবস্থায় অতিসত্ত¡র সড়কের চেইনেজ ৩৪২৫-৩৭৪০ মিঃ এর মধ্যে বিছানোকৃত Unspecified WBM এর ইটের খোয়া এবং কার্পেটিং কাজে পি-গ্রাভেল মিশ্রিত 6mm stone chips অপসারণপূর্বক অবহিত করার জন্য বলা হলো, অন্যথায় ঠিকাচুক্তি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ প্রেরণ করা হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়