ইয়াসিন আরাফাত : রাশিয়ার ওপর যুক্তরাজ্য সরকারগুলোর অন্ধ বিশ্বাসের ফলে রুশদের প্রভাব ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোতে চরম আকার ধারণ করেছে। জানা যায়, রাশিয়ার ক্রস-পার্টি গোয়েন্দা ও সুরক্ষা কমিটির (আইএসসি) সদস্যরা ব্রিটিশ কূটনীতিক, আইনজীবি, সংসদ সদস্য এবং অন্যান্য প্রভাবশালীদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্ক যুক্তরাজ্যের জীবনযাত্রার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকী হিসেবে ধারনা করছেন বিশ্লেষকরা। এবিষয়ে এমপিদের সতর্ক করা হয়েছিলো বলেও জানিয়েছে, পার্লামেন্টারি তদন্তে সাক্ষ্য দেয়ার একাধিক সূত্র। সিএনএন
যুক্তরাজ্যের রাজনীতিতে রাশিয়ার মধ্যস্থতার বিষয়ে কমিটি যে প্রতিবেদন তৈরি করেছিলো তা প্রকাশ করার জন্য কমিটির চেয়ারম্যান ডমিনিক গ্রেভ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তা ফালতু প্রতিবেদন বলে প্রতাখ্যান করেন।
এবিষয়ে যুক্তরাজ্যের বিরোধীদলের নেতারা অভিযোগ করে বলেছেন, এই প্রতিবেদন ২০১৬ সাল থেকে চলে আসা ব্রেক্সিট গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কারও কারও রাশিয়ার সঙ্গে সম্পর্কের মুখোশ উন্মোচন করতে পারে।
এর আগে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ও সুরক্ষা সংস্থাগুলোকে তদারকি করার জন্য যুক্তরাজ্যের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট দ্বারা তৈরি, আইএসআই গত মার্চ মাসে এই তদন্তের কাজ শেষ করেছে।
ওয়াইএ/এমআই