শাহাদাত হোসেন, রাউজান : বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পথেরহাটের পূর্বপার্শ্বে মিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র, কার্তুজ ও ১০০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের নাম, আব্দুর রাজ্জাক (২৪), আবু তৈয়্যব (২৬), জানে আলম (৫০), আবু সৈয়্যদ (২১),জানে আলম বাদল (২৫)। এ বিষয়ে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । সম্পাদনা: জেরিন মাশফিক, মাজহারুল ইসলাম