শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঈমুল আবরার মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে স্কুলের তদন্ত কমিটি

লাইজুল ইসলাম: কিশোর আলোর অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের নিহতের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শুক্রবার রাত একটার সময় তদন্ত প্রতিবেদনটি অধ্যক্ষের বরাবর জমা দেয়া হয়।

সূত্র জানিয়েছে, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিলো স্কুলের তদন্ত কমিটির প্রতি। জানাগেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করে। বুধবার থেকেই তারা তদন্ত প্রতিবেদন লেখা শুরু করেন। বৃহস্পতিবার রাত ১২টার কিছু আগে তাদের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণরুপে প্রস্তুত হয়। এরপর রাতে অধ্যক্ষ বরাবর এটি জমা দেয়া হয়।

এছাড়া স্কুলের তদন্ত প্রতিবেদনের একটি কপি মোহাম্মদপুর থানা পুলিশের কাছেও জমা দেয়া হয়েছে। পুলিশ এই মামালটি আলাদা তদন্ত করছে। পুলিশের তদন্তে সাহায্য করতে তারা এই কপি জমা দিয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, স্কুল ও কলেজ কর্তৃপক্ষসহ সারাদেশের মানুষ চায় এই মামালয় জড়িতরা আইনের আওতায় আসুক। সেই চিন্তা করেই দোষিদের বিচার নিশ্চিত কল্পে এটি পুলিশের কাছে দেয়া হয়েছে।

জানাগেছে, ঐসময় উপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। এর সঙ্গে অনুষ্ঠান আয়োজনে যারা দায়িত্বে ছিলেন তাদরে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। তবে তদন্তে কি পাওয়া গেছে এই বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে, মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, যারাই তদন্ত করুক সেটার ওপর আমাদের কোনো হাত নেই। আমরা নিজেদেরমত তদন্ত করছি। তবে যদি প্রয়োজন পরে তবে অবশ্যই আমরা অন্যান্য তদন্ত প্রতিবেদনগুলো দেখবো।

রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ মাঠে কিশোর আলো তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজন করে। বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠান চলা কালে নাঈমুল আবরার বিদ্যুতায়িত হয়। ইউনিভার্সেল হাসপাতালে নেয়ার পর বিকেল ৪টা ৫১ মিনিটে আবরারকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পর দিন মানববন্ধনে ৪ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে তিন সদস্য বিষিষ্ট তদন্ত কমিটি গঠন করে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়