শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের রায়ে মুক্তি পেতে পারেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

মরিয়ম আদরী: বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালতের দেয়া এক রায়ে হাজার হাজার কারাবন্দী মুক্তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে, তার মধ্যে ট লুয়িজ ইনাসিও লুলা ডা সিলভা’র নামও রয়েছে। এরই মধ্যে লুলা’র আইনজীবীরা তার মুক্তির জন্য আবেদন করেছেন। তারা জানান, শুক্রবার প্রেসিডেন্ট লুলা’র সাথে কথা বলে তার ‘দ্রুত মুক্তি’ চাইবেন। বিবিসি

ব্রাজিলের উচ্চ আদালতের মতে, আপিলের সুযোগ শেষ হওয়ার আগে দোষী সাব্যস্ত অপরাধীদের কারাগারে পাঠানো যাবে না। বিষয়টি কার্যকর হলে হাজার হাজার বন্দিসহ সাবেক প্রেসিডেন্ট লুলাও মুক্তি পেতে পারেন।

বামপন্থী লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনেও তার গূরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। কিন্তু দুর্নীতির তদন্তে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফলে ডানপন্থী বলসোনারো সহজেই নির্বাচনে জয়লাভ করেন।

প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ দেওয়ার শর্তে বিরাট অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় লুলার বিরুদ্ধে। এরপরই ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাকে।

কিন্তু লুলা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়