শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে বাম কোলে রাখলে দ্রুত কথা শিখে: গবেষণা

নিউজ ডেস্ক: শিশুকে বাম কোলে রাখলে ভালো বলে জানিয়েছে জার্নাল অব নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেইভিয়োরাল’য়ে প্রকাশিত এক গবেষণা। কারণ শিশুকে বাম কোলে রাখলে ডান হাত থাকে উন্মু্ক্ত। ফলে অনেক কাজ করতে সুবিধা হয়। সূত্র: যমুনা টিভি

‘জার্নাল অব নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেইভিয়োরাল’য়ে প্রকাশিত এক গবেষণায় থেকে জানা গেছে, অধিকাংশ মানুষ শিশুকে বাম পাশে কোলে নিয়ে রাখেন।

বিষয়টি কাকতালীয় নয়। বরং শিশুকে বাম কোনো রাখলে মায়েদের অন্য কাজ করতে সুবিধে হয়।

জার্মান ভিত্তিক এই গবেষণায় এই বিষয়ের ওপর চল্লিশের বেশি গবেষণার ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, ৬৬ থেকে ৭২ শতাংশ মানুষ তাদের সন্তানকে বাম বাহু দিয়ে আগলে রাখে। যারা ডানহাতি তাদের ক্ষেত্রেও বিষয়টি সাধারণ।

বাম হাতে শিশুকে কোলে ধরা হলে ডান হাত খালি থাকে। ফলে নানান কাজ করা যায়। আর ৭০ থেকে ৯৫ শতাংশ মানুষই ডানহাতি। ৭৩ শতাংশ নারী এবং ৬৪ শতাংশ পুরুষ শিশুকে বাম কোলে নেন।

১৯৯৬ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, শিশুকে দাড় করানোভাবে যদি মায়েরা বাম পাশে কোলে নেয় তবে মায়ের মস্তিষ্কে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর শিশুর মস্তিষ্কের ডান দিক তা সংবেদন সৃষ্টি করে যা শিশুকে কথা বলা শুরু করতে সাহায্য করে।

এছাড়া শিশুকে হৃদস্পন্দনের কাছাকাছি রাখতে বাম পাশ কলে নেওয়ার অন্যতম প্রধান কারণ। যা মূলত শিশুর জন্য বেশি আরামদায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়