সাবিহা জামান: বিমান প্রস্তুতকারক বোয়িং এর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিমান সংস্থা আগামী ২০ বছরের মধ্যে বিশে^র বিমান নির্মাতাদের থেকে ২,৩৮০ টি বিমান কিনবে। গত বছর তুলনায় এবছর ৮০টির বেশি বিমানের প্রয়োজন ভারতের। রয়টার্স
বোয়িংয়ের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ড্যারেন হুলস্ট বুধবার সাংবাদিকদের জানিয়েছেন যে ৭৩৭ ম্যাক্স বিমানটি পুনরায় বাজারে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত যাত্রীবাহী যানবাহনের চাহিদা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারত বিশ্বের ক্রমবর্ধমান বিমান চলাচলের অন্যতম বাজার। তবে এপ্রিলে জেট এয়ারওয়েজ লিমিটেডের মন্দা এবং অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এদেশটি স্থবির হয়ে পড়েছে।
বর্তমানে বিমান র্নিমানে ভারতের বাজারে এয়ারবাস বোয়িংয়ের প্রতিত্বন্দী। গত মাসে ৩০০ টি অল-এ ৩২০ বিমানের ফরমায়েস দিয়েছে ভারত। সম্পাদনা-রাশিদ