শিমুল মাহমুদঃ শনিবার বেলা ১১ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজিত ১০ম কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।
এর আগে সকাল ১০টা থেকে লাল পতাকা ও বিপ্লবীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়।
সমাবেশে উপস্থিত আছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণত সম্পাদক, ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য, আনিসুর রহমান মল্লিক, নূর আহমেদ বকুল, হাজেরা সুলতানা, সুশান্ত দাশ,মাহমুদুল হাসান মানিক,কামরুল আহসান,মোস্তফা লুৎফুল্লাহ এমপি,আমিনুল ইসলাম গোলাপ, এনামুল হক ইমরান প্রমুখ।