শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-কাতার লড়াই সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক : ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০১৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব এটি। ‘ই’ গ্রুপ থেকে বাংলােদেশের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিলো জামাল ভূঁইয়ারা। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। বাংলা টিভি ও বিটিভিতে সরাসরি দেখতে পারবেন ম্যাচটি। দুই লেগের এই টুর্নামেন্টে ঘরের মাঠে এগিয়ে থাকতে চাইবে লাল-সবুজের সেনারা।

পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও শক্তিশালী কাতারের বিপক্ষে ভয়-ডরহীন খেলার পরামর্শ সাবেকদের। চারবারের মোকাবিলায় জয় না পাওয়া বাংলাদেশের সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো খেলবে প্রত্যাশা তাদের। এদিকে, এই ম্যাচের আগে বাংলাদেশের অনুপ্রেরণা গেলো বছরে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাওয়া একটি জয়। ফিফা র‌্যাংকিংয়ে কাতারের অবস্থান ৬২, আর বাংলাদেশ আছে ১৮৭তম অবস্থানে। ১২৫ ধাপ পিছিয়ে থেকেও রঙিন স্বপ্ন বুনছে জেমি ডে শিষ্যরা।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, শেষ ৬ ম্যাচে কাতার জিতেছে একটিমাত্র ম্যাচ। আর সমানসংখ্যক ম্যাচে বাংলাদেশ হেরেছে একটিতে। তাই এশীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে কোন ভয় ডর নয়, খেলতে হবে সামর্থ্যের সবটুকু দিয়ে।

তবে সবকিছু ছাপিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচের আগে ভাবনায় আসছে আবহাওয়া। কে জানে বৃষ্টি হবার 'যদি, কিন্তু'র সম্ভাবনা শাপে বর হয়ে যেতেও পারে বাংলাদেশ ফুটবল দলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়