শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্য পদত্যাগের দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি

আসিফ কাজল : আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বুয়েট শিক্ষক সমিতি। এসময় তারা বুয়েট উপাচার্য সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

বুধবার দুপুরে আন্দালনরত শিক্ষার্থীদের সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, উপাচার্যের নির্লিপ্ততা, অদক্ষতার কারণে মেধাবীদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের কাছে দাবি জানানো হবে। আবরার হত্যা দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়া ও হত্যাকাণ্ডে জড়িত সকল শিক্ষার্থীর বিরুদ্ধে আজীবন বহিস্কার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঢেলে সাজানো হবে।এছাড়াও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে শিক্ষকরা জানান, ছাত্ররাজনীতির প্রত্যক্ষ ও পরোক্ষ ছায়ায় শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয় ও সকল রাজনৈতিক দলগুলোর কাছে এ ব্যাপারে সহযোগীতা চান তারা। এছাড়াও র‍্যাগিং ও ছাত্র নির্যাতন বন্ধে নিজস্ব ওয়েব সাইটে অভিযোগ সেল খোলা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা হত্যার রাতে সিসিটিভি ফুটেজের চিত্র ব্যানার আকারে প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়