শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্য পদত্যাগের দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি

আসিফ কাজল : আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বুয়েট শিক্ষক সমিতি। এসময় তারা বুয়েট উপাচার্য সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

বুধবার দুপুরে আন্দালনরত শিক্ষার্থীদের সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, উপাচার্যের নির্লিপ্ততা, অদক্ষতার কারণে মেধাবীদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের কাছে দাবি জানানো হবে। আবরার হত্যা দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়া ও হত্যাকাণ্ডে জড়িত সকল শিক্ষার্থীর বিরুদ্ধে আজীবন বহিস্কার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঢেলে সাজানো হবে।এছাড়াও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে শিক্ষকরা জানান, ছাত্ররাজনীতির প্রত্যক্ষ ও পরোক্ষ ছায়ায় শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয় ও সকল রাজনৈতিক দলগুলোর কাছে এ ব্যাপারে সহযোগীতা চান তারা। এছাড়াও র‍্যাগিং ও ছাত্র নির্যাতন বন্ধে নিজস্ব ওয়েব সাইটে অভিযোগ সেল খোলা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা হত্যার রাতে সিসিটিভি ফুটেজের চিত্র ব্যানার আকারে প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়