শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্য পদত্যাগের দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি

আসিফ কাজল : আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বুয়েট শিক্ষক সমিতি। এসময় তারা বুয়েট উপাচার্য সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

বুধবার দুপুরে আন্দালনরত শিক্ষার্থীদের সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, উপাচার্যের নির্লিপ্ততা, অদক্ষতার কারণে মেধাবীদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের কাছে দাবি জানানো হবে। আবরার হত্যা দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়া ও হত্যাকাণ্ডে জড়িত সকল শিক্ষার্থীর বিরুদ্ধে আজীবন বহিস্কার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঢেলে সাজানো হবে।এছাড়াও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে শিক্ষকরা জানান, ছাত্ররাজনীতির প্রত্যক্ষ ও পরোক্ষ ছায়ায় শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয় ও সকল রাজনৈতিক দলগুলোর কাছে এ ব্যাপারে সহযোগীতা চান তারা। এছাড়াও র‍্যাগিং ও ছাত্র নির্যাতন বন্ধে নিজস্ব ওয়েব সাইটে অভিযোগ সেল খোলা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা হত্যার রাতে সিসিটিভি ফুটেজের চিত্র ব্যানার আকারে প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়