শিরোনাম
◈ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয় ◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্য পদত্যাগের দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি

আসিফ কাজল : আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বুয়েট শিক্ষক সমিতি। এসময় তারা বুয়েট উপাচার্য সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

বুধবার দুপুরে আন্দালনরত শিক্ষার্থীদের সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, উপাচার্যের নির্লিপ্ততা, অদক্ষতার কারণে মেধাবীদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের কাছে দাবি জানানো হবে। আবরার হত্যা দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়া ও হত্যাকাণ্ডে জড়িত সকল শিক্ষার্থীর বিরুদ্ধে আজীবন বহিস্কার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঢেলে সাজানো হবে।এছাড়াও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে শিক্ষকরা জানান, ছাত্ররাজনীতির প্রত্যক্ষ ও পরোক্ষ ছায়ায় শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয় ও সকল রাজনৈতিক দলগুলোর কাছে এ ব্যাপারে সহযোগীতা চান তারা। এছাড়াও র‍্যাগিং ও ছাত্র নির্যাতন বন্ধে নিজস্ব ওয়েব সাইটে অভিযোগ সেল খোলা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা হত্যার রাতে সিসিটিভি ফুটেজের চিত্র ব্যানার আকারে প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়