শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেক ম্যাচের ইনজুরি ভোগাচ্ছে আমিনুলকে

আক্তারুজ্জামান : ম্যাচ জেতার পরও শঙ্কা নিয়ে ঘুমাতে হয়েছে অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লবের। লেগ স্পিনার হিসেবে নিজের স্মরণীয় অভিষেকটা আসলে সেভাবে উপভোগ করা হয়নি। ব্যাটসম্যান তকমাধারী আমিনুল ইসলাম বিপ্লব বুধবার চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেকে মেলে ধরে সবার প্রশংসাধন্য হয়েও রাতটুকু পার করেছেন প্রচন্ড কষ্ট ও যন্ত্রনায়।

৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকারটা বৃথা ও বিফলে যায়নি। টিম বাংলাদেশ পেয়েছে ৩৯ রানের বড় জয়। কিন্তু লেগ স্পিনার বিপ্লব রাতে ঠিকমত ঘুমাতে পারেননি আসলে হাতের ব্যাথায়। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে ব্যাথা পেয়েছেন এ লেগ স্পিনার। মাঠে তেমন কিছু বোঝা না গেলেও রাতে হোটেলে ফিরে যন্ত্রনা বেড়ে যাওয়ায় রাত ১২ টায় এক প্রাইভেট ক্লিনিকে গিয়ে ক্ষতস্থানে তিনটি সেলাইও দিতে হয়েছে।

আসলে কি হয়েছিল তার? আর এখন কেমন বোধ করছেন? ইনজুরির অবস্থা কি? তা নিয়ে এরই মধ্যে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কথা বলেছেন।

আজ বৃহষ্পতিবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই নিজের ইনজুরি নিয়ে মিডিয়ার সাথে কথা বলেন আমিনুল ইসলাম বিপ্লব। এ তরুণ লেগি অবশ্য নিজেকে আগের চেয়ে অনেক সুস্থ্য দাবি করেন। তার ভাষায়, ‘হাতে মাসাকাদজার একটি শট লেগেছিল। ঠিকমত সেভ করতে পারিনি, তাই ওটা হাতে লেগেছিল। হাতে তিনটি সেলাই পড়ছে।’

এখন কেমন আছেন? ব্যাথা কি কমেছে? বিপ্লবের জবাব, ‘আল্লাহর রহমতে ভালো লাগছে। পেইন আগের চেয়ে কমেছে। ফিজিও যেটা বলছেন সেটা করছি।’

আগামী পরশু ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে খেলতে পারবেন? এ প্রশ্নের উত্তরে দেন দুইভাবে। প্রথমে বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যেটা বলবে সেটা হবে।’ পরের অংশে বলেন, ‘আমার নিজের কাছে ভালো মনে হচ্ছে।’ সূত্র : জাগো ও যমুনা টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়