শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ইনজুরির কবলে তাসকিন

নিজস্ব প্রতিবেদক : ইনজুরি যেনো পিছুই ছাড়ছে না জাতীয় দলের স্পিড মাস্টার তাসকিন আহম্মেদের। এই ইনজুরির কারণে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। শুধু তাই নয় এই ইনজুরিই বিশ্বকাপে খেলার স্বপ্ন চুরমার করে দিয়েছে। সেই ইনজুরিই আবার ধরা দিয়েছে তাকে। ইনজুরির কারণে অন্তত দেড় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এবার সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন ডানহাতি পেসার। জাতীয় দলে সুযোগ না হলেও ‘এ’ দলে ডাক পাওয়ার কথা ছিলো তার। তবে আঘাতের কারণে তিনি অনুশীলনেই নামতে পারবেন না।

ফেব্রুয়ারিতে বিপিএলে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তাসকিন। সেই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর আর বিশ্বকাপে খেলতে পারেননি। ২০১৫ সালেও সাইড স্ট্রেইন ইনজুরিতে পরেছিলেন তাসকিন।

বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ঘরোয়া লিগে খেলেছিলেন। কিন্তু ফর্মে ছিলেন না। যার কারণে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি। তবে বিশ্বকাপে জায়গা না পেলেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু লাল-সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি তার। সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিলো। এরপর শ্রীলঙ্কার সিরিজেও স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু ওই সফরেও দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও জায়গা হয়নি তার। তবে জাতীয় ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ হলেও সেই সুযোগও কেড়ে নিলো ইনজুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়