স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন দেড় যুগেরও বেশি সময়। এই দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশ সফরে এসেছেন বহুবার। তাই বাংলাদেশকে নিয়ে স্মৃতির পাতাও ঝড়জড়িত। বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদসম্মেলনে স্মরণ করলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেটকে।
দীর্ঘসময় পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ২২ গজকে ব্যাটিং স্বর্গের সঙ্গেই তুলনা করেছেন জিম্বাবুয়ের বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক। মাসাকাদজা বলেন, ‘সম্ভবত তখন আমরা দুটি ম্যাচ খেলেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি যেটি মনে করতে পারছি, সেটি হলো উইকেট খুবই ব্যাটিং সহায়ক ছিলো। বিশ্বের সেরা ব্যাটিং উইকেট মনে হয় সেটিকেই।’
একটা সময় বাংলাদেশের মূল ক্রিকেট ভেন্যু ছিলো ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বর্তমানে যেটি ফুটবলের আঁতুড়ঘর। ২০০৬ সালে ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত সব লড়াই হতো সেখানে। আর সেখানকার উইকেট এতটাই ফ্ল্যাট ছিলো যে, বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের প্রিয় ভেন্যুর তালিকায় থাকতো।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মাসাকাদজার চোখেমুখে ধরা পড়লো সন্তুষ্টির ছাপ। বড় কোনো অতৃপ্তি ছাড়াই শেষ করতে যাচ্ছেন ক্যারিয়ার, ‘আমার মনে হয় ক্যারিয়ারটা লম্বা ও সাফল্যমণ্ডিত ছিলো। উত্থান-পতন থাকেই। তবে আমি বলব, পুরো সময়টা উপভোগ করেছি।’