শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে ঢুকে সাকিবকে ফুল দেয়ার মাশুল গুনছেন সেই ভক্ত

নিজস্ব প্রতিবেদক : ফুল দেয়া অপরাধ নয়, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভিতরে প্রবেশ করা তো অন্যায়। সেটা এখন হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছেন চট্টগ্রাম টেস্টের আলোচিত নাম ‘ফয়সাল আহমেদ’। আলোচিত এ কারণে যে তিনি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশ করেছিলেন সাকিবের প্রতি ভালোবাসা দেখাতে। এখন তার অন্যায়ের খেসারত দিতে চলেছেন। আজ সকালে মাঠে ঢুকে পড়া ফয়সালের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী থানায়।

আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভারের বোলিং শুরু করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক যুবক দৌড়ে ঢুকে পড়েন মাঠের মধ্যে। ফয়সাল নামের ওই দর্শকের হাতে দেখা যায় এক তোড়া লাল গোলাপ। যুবকটি সাকিবের কাছে এসেই দিলেন স্যালুট। স্যালুটেই শেষ নয়। আকস্মিক মাঠে ঢুকে পড়া ফয়সাল হাঁটু গেড়ে লাল গোলাপ উপহার দিতে চাইলেন সাকিবকে। বিসিবির নিরাপত্তাকর্মী দৌড়ে এসে ওই দর্শককে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খেলা থেমে থাকল ৩-৪ মিনিট।

ফয়সালকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নিকটস্থ পাহাড়তলী থানায়। সেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, ‘আসামি গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা হয়েছে স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে। কাল তাকে আদালতে চালান করা হবে।’

কী ভেবে, কী উদ্দেশ্যে ফয়সাল কাজটি করলেন, সেটি এখন বলা কঠিন। ফয়সাল নিরাপত্তাকর্মীদের কাছে আটক হওয়ার পরই ভুল স্বীকার করেছেন। মৌখিক ভুল স্বীকারেও যে বিষয়টি শেষ হয়নি, বোঝাই যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়