শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবর্তনের আইকন ৩৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি

মাজহারুল ইসলাম : ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত বিজ্ঞানী সেলাইসি বলেন, তিনি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি আরও বলেন, আমি নিজেই নিজেকে বলি, আমি যা দেখছি সেটি কি আসলেই সত্যি? এরপর হঠাত্ই আমি লাফিয়ে উঠি। বুঝতে পারি, যা আমার সারা জীবনের স্বপ্ন ছিলো তা পেয়েছি। বিবিসি

জানা যায়, মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি। এটা সবচেয়ে পুরনো অস্ট্রালোপিথিসিন যা প্রায় ৪২ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। ধারণা করা হয়, খুঁজে পাওয়া ওই আনামেনসিস ছিলো আরও উন্নত প্রজাতির যা অস্ট্রালোপিথিকুস আফারেনসিস নামে পরিচিত এবং এর সরাসরি বংশধর। এই উন্নত প্রজাতি প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল। তাদের পূর্বজ হোমো নামেও পরিচিত ছিলো। আধুনিক যুগে মানুষের বর্গকেও হোমো বলা হয়।

সেলাইসির আবিষ্কার সম্পর্কে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে জড়িত অধ্যাপক ফ্রেড স্পুর ন্যাচার বলেছেন, দেখে মনে হচ্ছে, মানুষের বিবর্তনের আরেক আইকন হতে যাচ্ছে এই আনামেনসিস। ওই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথিকুস আনামেনসিস। এর আগে ১৯৭৪ সালে আবিষ্কার হওয়া প্রথম আফারেনসিস কংকাল নিয়েও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিলো। তার নাম দেয়া হয় লুসি। মজার ব্যপার হলো বিটলসের বিখ্যাত, লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস  গানটি খননের এলাকায় বাজার সময় কংকালটি আবিষ্কার হওয়ায় সেটির নাম লুসি দেয়া হয়েছিলো। সম্পাদনা : আহমেদ শাহেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়