শিরোনাম
◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী ◈ কুমিল্লায় অটোরিকশাচালকের সততার অনন্য নজির: ১৫ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন মালিককে ◈ জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাজশাহীর ডিসি

শামীম রেজা: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযোদ্ধের সময়ের বিভিন্ন আলোকচিত্রসহ বঙ্গবন্ধু ও বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সম্বলিত জাদুঘরে অবস্থিত লাইব্রেরী পরিদর্শন করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে ব্যক্তিগত মন্তব্য লেখেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাগমারা বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিচালক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল বারীক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন, উজ্জল হোসেন, গোলাম সারোয়ার রবিন, আব্দুর রউফ প্রমুখ।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এর প্রতিষ্ঠাতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধু এবং মহান স্বাধীনতা যুদ্ধের না জানা ইতিহাস সম্বলিত এই জাদুঘর থেকে অনেক কিছু জানার আছে। এই জাদুঘর পরিদর্শন করা সকলের প্রয়োজন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হামিদুল হক মহদোয়কে সাংসদ এনামুল হকের লেখা “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বইটি উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়