সালেহ্ বিপ্লব : যুক্তরাষ্ট্রের একটি আদালত আজ এই রায় দিয়েছেন। ঘটনার সূত্রপাত ওকলাহোমায়। হাজার হাজার অভিযোগ জায়ান্ট এই কোম্পানির বিরুদ্ধে। ব্যথানাশক ওষুধে অতিরিক্ত আফিম ব্যবহার করে জনসন এন্ড জনসন। অতিরিক্ত এই আফিমের কারণে অনেকেই আসক্ত হয়ে পড়েছেন। আর ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। বিবিসি
ওষুধে আফিম ব্যবহারের অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় হলো। জরিমানার টাকা আফিমের কারণে ক্ষতিগ্রস্ত ও আসক্ত হয়ে পড়া মানুষের চিকিৎসা ও পুনর্বাসনে খরচ করা হবে। জনসন এন্ড জনসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।