শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস গড়ার লক্ষ্যে পিয়ংইয়ং যাচ্ছে ঢাকা আবাহনী, সানডে যাবেন অন্য পথে

আক্তারুজ্জামান : ইতিহাস যেনো হাতছানি দিয়ে ডাকছে ঢাকা আবাহনীকে। সেই ডাকে সাড়া দিয়ে এবার তাদের যেতে হবে কিম জং উনের দেশ উত্তর কোরিয়াতে। এএফসি কাপে দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচ ৪-৩ গোলে জিতে এগিয়ে আছে মারিও লোমেসের শিষ্যরা। ফিরতি লেগের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর এপ্রিল টুয়েন্টি ফাইভের বিরুদ্ধে মাঠে নামবে দেশের সর্বোচ্চ লিগজয়ী দলটি। পিয়ংইয়ংয়ে ওই ম্যাচের জন্য আজই দেশ ছাড়বে ঢাকা আবাহনী।

তবে এগিয়ে থেকেও দুঃশ্চিন্তা কাটছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির। ঢাকার মাঠে ম্যাজিক দেখিয়ে জোড়া গোল করে আবাহনীকে জেতান সানডে চিজোবা। কিন্তু পুরোনো সেই কারনে আবারও বিদেশের মাটিতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কিন্তু চিজোবাসহ পূর্ণ শক্তির দলই পেতে যাচ্ছে আবাহনী। এমনটা জানিয়েছেন ক্লাবের ঘনিষ্ঠজনরা। তারা বলছেন রুট বদল করে হলেও উত্তর কোরিয়াতে নিয়ে যাওয়া হবে চিজোবাকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিজোবা তার আক্ষেপ ও আকুতির কথা জানিয়েছিলেন। এএফসির কাছে হাতজোড় করে বলেছিলেন, ‘আমি এএফসির সাহায্য চাচ্ছি। দয়া করে আমাকে ভিসা দিন। আমি ব্যবসায়ী না, একজন ফুটবলার। ফুটবল যখন আমার পেশা তখন আমাকে কেন খেলা নিয়ে চিন্তিত হতে হবে? আমি উত্তর কোরিয়ায় ম্যাচটা খেলতে চাই। আমাকে সুযোগ করে দিন।’

আজ রাতে আবাহনী দেশ ছাড়লেও চীন ট্রানজিট ভিসা না দেয়ায় দলের সঙ্গী হতে পারবেন না চিজোবা। উত্তর কোরিয়াও তাকে ভিসা দিতে চায়নি। আপাতত সব সমস্যার সমাধান হলেও দলের সঙ্গে না গিয়ে রুট বদলে ভিন্ন পথে উত্তর কোরিয়া পৌঁছাবেন প্রথম ম্যাচে জোড়া গোল করা নাইজেরিয়ান এই স্ট্রাইকার। চীন ট্রানজিট ভিসা না দেয়ায় আবাহনী চেষ্টা করছিল দুবাই, থাইল্যান্ড বা অন্য কোনভাবে চিজোবাকে উত্তর কোরিয়া পাঠানোর। আজ রাতে পিয়ংইয়ংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে আবাহনী। চীনে মাঝে একদিন থেকে পরদিন ২৬ আগস্ট ম্যাচ ভেন্যুতে পৌঁছাবে তারা। চিজোবাকে যেতে হবে একা। ব্যাংকক হয়ে দলের সঙ্গে পিয়ংইয়ংয়ে যোগ দেবেন তিনি।

ভিসা জটিলতা বিষয়টি নতুন অভিজ্ঞতা নয় চিজোবার ফুটবল ক্যারিয়ারে। চলতি এএফসি কাপেই চেন্নাইন এএফসির বিপক্ষে ভিসা জটিলতার কারণে ভারতের অনুশীলনে যেতে পারেননি। ম্যাচের দিন ভ্রমণ ঝক্কি নিয়ে যেতে হয়েছে। পরে মিনার্ভা পাঞ্জাবের ম্যাচে তো যেতেই পারেনি ভিসা না পাওয়ায়। এর আগেও গত বছরে একটি ম্যাচে ভিসা জটিলতায় যেতে পারেননি এই নাইজেরিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়