শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৯:০৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানি মামলার বাদী পপির বিরুদ্ধে পাল্টা মামলা করলেন সিটি ব্যাংক কর্মকর্তা

খালিদ আহমেদ : মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান থানায় মামলাটি (নম্বর-১৮) দায়ের করেন ব্যাংকটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কোর্ট অপারেশন একেএম আইয়ুব উল্লাহ। মামলায় চাঁদা দাবি ছাড়াও দিনের পর দিন ব্যাংকের গাড়ির অপব্যবহার, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচারণ, চাকরিবিধি লঙ্ঘন, কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটানোর অভিযোগও আনা হয়েছে।

 

এরআগে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, হেড অব সিএসআরএম আব্দুল ওয়াদুদ এবং বোর্ড সেক্রেটারি কাফি খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে গত রোববার একই ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপি গুলশান খানায় একটি মামলা দায়ের করেছিলেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ূম মঙ্গলবার রাতে জানিয়েছেন, দুটি অভিযোগই মামলা হিসেবে রেকর্ড করে ইতোমধ্যে এগুলোর তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে, বলেন তিনি।

মনিরা সুলতানা পপি মামলার অভিযোগে ওই তিজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও শ্লীলতাহানিতে ইন্ধন দেয়া এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনেন। এজাহারে পপি আরও উল্লেখ করেন, লালসা পূরণ করতে না পারায় তিন আসামি তার ১৭ বছরের ক্যারিয়ার ধ্বংস করে দেন।

অন্যদিকে পপির অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে মাসরুর আরেফিন বলেন, পপি নিজেই নানা ধরনের অপকর্মে জড়িত। এসবের সুষ্পষ্ট তথ্যপ্রমাণ আমাদের কাছে রয়েছে। কর্মরত থাকাকালে কাউকে কিছু না বলে দিনের পর দিন অনুপস্থিত থাকা, অফিসকে অবগত না করে ২৫১ দিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ব্যাংকের গাড়ির অপব্যবহার, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচারণ, চাকরিবিধি লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ফলে সব নিয়ম মেনে যুক্তিসঙ্গত কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু তিনি মামলার মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের ব্ল্যাকমেল করতে চাইছেন।

তিনি আরো বলেন, মামলা দায়ের করেই পপি ৫ কোটি টাকা চাঁদা দাবি করেছেন যার ভয়েস রেকর্ড, সাক্ষ্য-প্রমাণ আমাদের হাতে রয়েছে। তা ছাড়া হোমলোন বাবদ মনিরা সুলতানা পপির কাছে ৮০ লাখ টাকা ব্যাংক পাবে। এ টাকা না দেয়ার জন্য হয়তো তিনি মামলার নামে নাটক সাজিয়েছেন। ওই নারীর মামলায় গত সোমবার আমরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছি। এখন আদালতই বিচার করবেন, কে দোষী, আর কে নির্দোষ।

সিটি ব্যাংকের এমডির অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার একাধিকবার সিটি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপির ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ওপাশ থেকে সাড়া দেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়