ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন এক যুবক। গতকাল রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়েছে।
[৩] আটককৃত যুবকের নাম মো. সোহান (২৩)। তার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায়। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর আহত দুই পুলিশ কনস্টেবল হলেন শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
[৪] ঘটনাস্থলে দায়িত্ব পালনরত উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক গণমাধ্যমকে জানান, পুলিশের একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরও কেন তাকে থামানো হলো।
[৫] কনস্টেবল শামীম বলেন, কাগজপত্র থাকলে স্যারকে দেখান। এসময় শামীমের সঙ্গে তর্ক শুরু করেন সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি তুলে নেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে ঘুষি মারেন সোহান। অবস্থা বেগতিক দেখে আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এগিয়ে যান। এসময় ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখ রক্তাক্ত জখম হয়।
[৬] এসআই ইকরামুল হক জানান, আহত দুই পুলিশ কনস্টেবলের চিকিৎসা চলছে। আটক যুবককে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হবে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :