শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া শিল্পের সংকটের দায় রাজনৈতিক দমনের উদ্দেশ্যেই বিএনপির ওপর চাপানো হচ্ছে, বললেন যুগ্ম-মহাসচিব আলাল

মোহাম্মদ মাসুদ: চামড়া শিল্পকে বিপাকে ফেলতে চামড়া কিনে রাস্তায় ফেলে রেখেছে বিএনপি। সম্প্রতি শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হূমায়ুনের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইদানিংকালে টেলিভিশনগুলোতে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তুলনামূলক কম। আমাদের মন্ত্রী মহোদয় এবং দায়িত্বশীল নেতারা এমন এমন কথা বলেন যে বিনোদনের আর প্রয়োজন হয়না।

একাত্তর টিভির সংবাদ সংযোগ অনুষ্ঠানে তিনি বলেন, চামড়া শিল্পের ইতিহাসে দেখা যায়, ১৯৮০ সালে বাংলাদেশে প্রথম ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বলা হয় আমরা ওয়েট ব্লু নয় ব্লাড রপ্তানি করছি। সেটাকে বন্ধ করে স্টেপক্রেশ চামড়া রপ্তানি করা হলে দ্বিগুন লাভ হবে। পরে দেখা গেল, চামড়াকে ফিনিশিং করে রপ্তানি করলে আয় আরও ৪-৫ গুন বৃদ্ধি পাবে। সেটাকেও বিএনপি সরকার কার্যকর করেছে। আর বিএনপি সম্পর্কে শিল্পমন্ত্রী এমন মন্তব্য করেন। এখন এ দায়টা বিএনপির ওপর চাপানো হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দমন পীড়ন এবং অপমানিত করার জন্য।

আলাল বলেন, চামড়া নিয়ে সংকটের মূল কারণ দায়িত্বহীনতা, স্বেচ্ছাচারিতা। একে অন্যের ওপর দোষ চাপিয়ে মুক্তি পাওয়ার প্রবণতা। আমাদের চামড়া গুলোর বেশিরভাগই চলে যায় লিল্লাহবডিং, এতিমখানা, মাদরাসায়, গরীব ও অসহায়দের জন্য।

কিন্তু এ চামড়া শিল্পটাকে নিজেদের পুঁজি বানিয়ে সরকারের আনুকূল্য পাওয়া যারা, তারা এটি সাজিয়েছেন। ট্যানারি মালিকদের কাছে সরবরাহকারী যারা টাকা পাওনা আছেন, সবগুলোকে পেন্ডিং রেখে তরিখিরি কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত দেয়া আবার সেটা বাতিল করা। অর্থাৎ যাচ্ছেতাই স্বেচ্চাচারিতা চলছে। যেখনে কোন সমন্বিত কর্মকান্ড নেই।

সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়