শিরোনাম
◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা ◈ কাকরাইলে জাপা ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’ ◈ কুমিল্লায়  দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১০:১১ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

মনিরুল ইসলাম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার সন্ধ্যায় তাঁরা শাদিদের কেবিনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

শাদিদের বাবা, মা ও বোনসহ উপস্থিত স্বজনরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। শাদিদের মা প্রতিনিধিদের কাছে অনুরোধ জানান— ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ না হয়। প্রতিনিধি দল এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শাদিদের বাবা রংপুরের একটি কলেজের শিক্ষক এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দল চিকিৎসার সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তাঁরা।

ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অপারেশন সফল হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল। তবে আগামী পাঁচ দিন গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রধান উপদেষ্টা এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে প্রতিনিধি দল পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের আন্তরিকতার প্রশংসা করেন।

পরে তাঁরা শাদিদের সহপাঠী এবং প্রকৌশল অধিকার আন্দোলনের কয়েকজন সংগঠকের সঙ্গে কথা বলেন। উপস্থিত সবাই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শাদিদের সহপাঠীরা স্নাতক প্রকৌশলীদের দাবির শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের বিষয়েও নজর আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়