শিরোনাম

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৩:০৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীর নিয়ে নিরাপত্তা উপদেষ্টা, আইবি প্রধানের সঙ্গে বৈঠক অমিত শাহের

রাশিদ রিয়াজ : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আইবি প্রধানের সঙ্গে সোমবার  আলোচনায় বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ধাপে ধাপে সেখানকার নিরাপত্তা বেষ্টনী তুলে দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়েই এদিন বিকেলে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।দু সপ্তাহ আগে, জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা এবং বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার আগে থেকেই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ভারত সরকার। এনডিটিভি

ভারত সরকারের ঐতিহাসিক ঘোষণার পর উপত্যাকায় ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। কাশ্মীরিদের সঙ্গে তাঁকে মধ্যাহ্নভোজ সারতেও দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়। সেখানে দোভালকে বলতে শোনা যায়, নতুন প্রশাসন প্রতিষ্ঠিত হলেও পরিস্থিতি অনেকটা বদলে যাবে।

ক্রমেই স্বাভাবিকের পথে জম্মু-কাশ্মীর। সোমবার থেকে খুলেছে স্কুল, কলেজ। তবে উপস্থিতির হার নগন্য। সরকারি হিসাবে রাজ্যের দুই তৃতিয়াংশ ল্যান্ড লাইন পরিষেবা চালু করা হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও কয়েক দিনের মধ্যেই পেতে শুরু করবেন ভূস্বর্গের বাসিন্দাদের। তবে বিবিসি বলছে সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি পুরোপুরি। স্কুল খুললেও প্রথমে অষ্টম শ্রেণীর ক্লাস খোলার কথা বলা হলেও পরে পঞ্চম শ্রেণীর ক্লাস খোলার পর ছাত্র সংখ্যা ছিল খুবই কম। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তার সঙ্গেই রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বন্দি সেখানকার কয়েক'শো রাজনৈতিক কর্মী। বড় জমায়েতে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রয়টারস বলছে অন্তত ৪ হাজার গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই তরুণ। কাশ্মীরে নিয়ন্ত্রণ প্রত্যাহারের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ৬টি আবেদন জমা পড়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, স্বাভাবিক পরিস্থিতি সবাই প্রত্যাশ্যা করছেন। কিন্তু, রাতারাতি তা আসবে না। এটা সংবেনশীল বিষয়। ফলে সরকারকে সময় দিতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়